হোম > ছাপা সংস্করণ

আন্দোলন-সহিংসতায় শুধু গ্রেপ্তার, মিলছে না জামিন

আশরাফ-উল-আলম, ঢাকা

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় রাজধানী ঢাকায় আরও ২৮৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে গতকাল রোববার দুপুর পর্যন্ত রাজধানীতে গ্রেপ্তার করা হয়েছে মোট ২ হাজার ৭৬৪ জনকে। গতকাল আরও ২২টি মামলাসহ রাজধানীর বিভিন্ন থানায় মামলা হয়েছে ২২৯টি। এ ছাড়া আগের ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে ছয় জেলায় আরও ৩৪ জনকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে।

রাজধানী ও ঢাকা জেলায় গত আট দিনে প্রায় ৩ হাজার জনকে গ্রেপ্তার করা হলেও কেউ জামিন পাননি। শিশুরাও জামিন পাচ্ছে না।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ১৮ জুলাই থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা হয়। এসব সহিংসতায় প্রাণহানি, গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায় হামলা-অগ্নিসংযোগ-লুটপাটসহ বিভিন্ন নাশকতার ঘটনা ঘটে।

এসব ঘটনায় করা মামলায় রাজধানী ও ঢাকা জেলায় গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামীর নেতা-কর্মী, শিক্ষার্থী, শ্রমজীবী মানুষও রয়েছে। আছে শিশু ও নারীও। তবে কেউ জামিন পাচ্ছেন না।

ঢাকার আদালত সূত্রে জানা যায়, ২১ জুলাই থেকে গত আট দিনে ঢাকা মহানগরে গ্রেপ্তারকৃতদের মধ্যে ২ হাজার ১৮৫ জনকে ও ঢাকা জেলা থেকে গ্রেপ্তার ২৫০ জনকে কারাগারে পাঠানো হয়েছে। এর মধ্যে গতকাল ঢাকা মহানগরের ১৩৫ জনকে আদালতে পাঠানো হলে ১৩১ জনকে কারাগারে পাঠানো হয় এবং চারজনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করা হয়।

বিশিষ্ট আইনজীবী সারা হোসেন আজকের পত্রিকাকে বলেন, জামিন হলো একটি অধিকার। কাউকে জামিন না দিলে তার বিস্তারিত ব্যাখ্যা আদালতকে দিতে হবে। ঢালাওভাবে আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ আইন সমর্থন করে না।
তবে ঢাকা মহানগর পিপি আব্দুল্লাহ আবু বলেন, ‘জামিন এই মুহূর্তে হচ্ছে না, এটা সঠিক। ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগের নজিরবিহীন ঘটনার মামলায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হচ্ছে। মামলাগুলো তদন্তের প্রাথমিক পর্যায়ে রয়েছে। তদন্তে কারও সম্পৃক্ততা পাওয়া না গেলে তিনি মুক্তি পাবেন। কাজেই জামিনের জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে।’

উত্তরা পূর্ব থানার পুলিশ ২২ জুলাই উত্তরা ৭ নম্বর সেক্টরের উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র আকিব হোসেনকে আটক করে। পরদিন তাকে ওই থানায় করা একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠান। তার আইনজীবী মিজানুর রহমান হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, পরে শিক্ষাপ্রতিষ্ঠানের কাগজপত্র দেখিয়ে গত বুধবার জামিন শুনানি করা হয়। আদালত জামিন দেননি।

নাশকতার অভিযোগে মোহাম্মদপুর থানায় স্থানীয় ছাত্রলীগ নেতা সুমন আহমেদের করা মামলায় গত শনিবার সন্ধিগ্ধ আসামি হিসেবে আদালতে হাজির করা মো. রফিকের জামিনও নামঞ্জুর করেন আদালত। তাঁর আইনজীবী শহিদুল ইসলাম এ তথ্য জানান। 
রফিকের মা আনোয়ারা বেগম বলেন, তাঁর ছেলে রাজধানী পরিবহন নামের বাসের চালক। রাজনীতির সঙ্গে জড়িত নয়। অথচ মামলায় পুলিশ লিখেছে সে বিএনপির কর্মী। এটা মিথ্যা।

মোহাম্মদপুর থানার একটি নাশকতার মামলায় কারাগারে পাঠানো সাজেদুল হক রনির (৩৫) মা শাহীনা খান বলেন, কিছুদিন আগে কোমরে অস্ত্রোপচার হওয়া রনিকে লাঠিতে ভর দিয়ে হাঁটতে হয়। তাঁর জামিন হয়নি।

গতকাল সিএমএম আদালতের হাজতখানার দেয়াল ঘেঁষে বসে ছিলেন মাতুয়াইলের লিয়াকত আলী। তিনি জানান, ১৯ জুলাই মাতুয়াইলে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষকালে পথচারী তাঁর ভাতিজা শিহাব গুলিবিদ্ধ হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ২৪ জুলাই হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর শাহবাগ থানার পুলিশ তাঁকে আটকের পর নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করা হয়। জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানো হয়।

বনানী থানার একটি মামলায় গতকাল মো. হেলাল উদ্দিনকে কারাগারে পাঠানো হয়। তার আইনজীবী জানান, হেলাল শিশু। এর আগে আরও কয়েকটি শিশুকে কারাগারে পাঠানো হয়। যাত্রাবাড়ী থানায় করা পুলিশ হত্যা মামলায় শনিবার ১৮ বছরের কম বয়সী এক কলেজছাত্রের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন সিএমএম আদালত। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে গতকাল আদালত ওই রিমান্ড স্থগিত করেন। তাকে জামিন না দিয়ে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

গত কয়েক দিনে গ্রেপ্তার ব্যক্তিদের একটি বড় অংশ বিএনপি-জামায়াতের নেতা-কর্মী। বিএনপির নেতা-কর্মীদের মামলা পরিচালনাকারী আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ বলেন, কোটা সংস্কার আন্দোলনে নাশকতার ঘটনায় করা মামলায় গত আট দিনে গ্রেপ্তার ব্যক্তিদের কেউ জামিন পাচ্ছেন না। তাঁদের কারাগারে পাঠানো হচ্ছে।

ঢাকার আদালতের আরেক আইনজীবী আবদুর রশিদও গত কয়েক দিনে গ্রেপ্তার আসামিদের জামিন না পাওয়ার কথা জানান। 
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ঢাকা মহানগর পিপি আব্দুল্লাহ আবু আজকের পত্রিকাকে বলেন, জামায়াত-শিবির ও বিএনপির নেতৃত্বে দুষ্কৃতকারীরা ধ্বংসলীলায় মেতে উঠেছিল। এসব ধ্বংসাত্মক কাজের অভিযোগে করা মামলায় জামিন দেওয়া হলে আইনের শাসন থাকে না। 

জানতে চাইলে সারা হোসেন আজকের পত্রিকাকে বলেন, কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ না থাকলে তাকে জামিন না দেওয়া মানবাধিকার লঙ্ঘন। এ ক্ষেত্রে আইন ঠিকমতো প্রয়োগ হচ্ছে কি না, সেটা বড় প্রশ্ন। তিনি বলেন, ‘শুনেছি, শিশুদেরও কারাগারে পাঠানো হচ্ছে। শিশু আইন অনুযায়ী শিশু আদালতগুলোকে এ ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নিতে হবে।’

চারজন রিমান্ডে 
ধানমন্ডি থানায় করা নাশকতার দুটি মামলায় গতকাল চারজনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন আদালত। তাঁদের মধ্যে জামায়াতের কেন্দ্রীয় সদস্য ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ, জামায়াতের কোষাধ্যক্ষ খন্দকার মিজানুর রহমান, সদস্য মোহাম্মদ আব্দুর রশিদ রয়েছেন। 

ঢাকায় গ্রেপ্তার ২২৮
নিজস্ব প্রতিবেদক, ঢাকা জানান, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) ফারুক হোসেন গতকাল জানান, হামলা, সহিংসতা, নাশকতা, ভাঙচুর, আইনশৃঙ্খলা বিঘ্ন করার কাজে জড়িত থাকার অভিযোগে গত ২৪ ঘণ্টায় রাজধানী থেকে ২২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে ডিএমপির বিভিন্ন থানায় ২২টি মামলা হয়েছে। এ পর্যন্ত ডিএমপির বিভিন্ন থানায় ২২৯টি মামলা করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ২ হাজার ৭৬৪ জনকে। 

দুপুরে ডিবি কার্যালয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, মিরপুর-১০ নম্বর ও কাজীপাড়ায় মেট্রোরেল স্টেশনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ছাত্রদলের চারজনকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার ক্রাইম দক্ষিণ। তাঁরা হলেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আবু হান্নান তালুকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্‌ হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমাম আল নাসের, বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক বজলুল রহমান ও জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি মো. ফেরদৌস। 

বাসা থেকে শিক্ষককে আটকের অভিযোগ
রাজধানীর উত্তরার একটি বাসা থেকে আসিফ মাহাতাব নামের এক শিক্ষক ও বিমানবন্দর এলাকা থেকে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভিকে আটকের অভিযোগ করেছেন তাঁদের স্বজনেরা। তবে ডিবির উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপকমিশনার বদরুজ্জামান জিলু বলেন, ওই দুজনকে আটক বা গ্রেপ্তারের বিষয়ে তাঁর কিছু জানা নেই। 

৬ জেলায় গ্রেপ্তার ৩৪ 
কোটা সংস্কার আন্দোলন ঘিরে নাশকতা, ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় ছয় জেলায় আগের ২৪ ঘণ্টায় ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে পাবনায় ২৩, জয়পুরহাটে ৭ এবং চট্টগ্রাম, কিশোরগঞ্জের পাকুন্দিয়া, নওগাঁর ধামইরহাট ও দিনাজপুরের খানসামায় একজন করে রয়েছেন।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন