বাবুগঞ্জ প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন ১৮০টি পরিবার নিজের ঠিকানা পেয়েছে। ইতিমধ্যে তাঁদের জীবন-মানের পরিবর্তন ঘটতে শুরু হয়েছে। এ ছাড়াও তৃতীয় ধাপের ৯৪ পরিবারের জন্য ঘর নির্মাণ করা হচ্ছে।
উপজেলার বিভিন্ন আশ্রয়ণ প্রকল্প ঘুরে দেখা গেছে, সময়ের সঙ্গে এখন বদলেছে ছিন্নমূল মানুষের জীবন যাপন। তাঁরা এখন বাস করছে রঙিন টিনের ছাউনির আধপাকা বাড়িতে। সে বাড়িতেই করছেন শাক-সবজির আবাদ। কেউবা হাঁস মুরগি-ছাগল-গরু পালছেন। সন্তানদের পাঠাচ্ছে স্কুলে। তবে বসতির দুশ্চিন্তা কেটে গেলেও জীবিকা নির্বাহ করতে হিমশিম খাচ্ছেন অনেকে। কারণ যেখানে ঘর দেওয়া হয়েছে সেখান থেকে কাজের তাগিদে যেতে হয় বহুদূর।
প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাওয়া আব্দুস সালাম, মঞ্জুয়ারা বেগম, সাথী দম্পতিসহ আরও অনেকেই জানান, কিছুদিন আগেও ভাবেননি নিজের ভালো একটা ঠিকানা হবে। বাচ্চাদের স্কুলে পাঠাতে পারছেন। ঘরের আঙিনায় শাক সবজি রোপণ, হাঁস-মুরগি করতে পারছেন এখন।
বাবুগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানান, এই প্রকল্পের মাধ্যমে আমরা প্রধানমন্ত্রীর একটি স্বপ্নের বাস্তবায়ন করেছি।
বাবুগঞ্জে আমরা আশ্রয়ণ প্রকল্প এলাকায় বসবাসরত লোকজনের নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা করেছি। তা ছাড়া প্রতিটি ঘরে বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। ১ম ও ২য় পর্যায়ে ১৮০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার ঘর পেয়েছেন। তৃতীয় ধাপের আরও ৯৪টি ঘরের কাজ চলমান রয়েছে।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমীনুল ইসলাম বলেন, ‘আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা তাদের জীবন মান উন্নয়নে নিজেরাই এগিয়ে এসেছে, আমরা সরকারের পক্ষ থেকে সহযোগিতা করছি। এই প্রকল্প পৃথিবীতে একটি রোল মডেল।’