সাদ্দাম হোসেন, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ের ভুল্লীবাঁধে বর্ষায় বেড়েছে দর্শনার্থীর ভিড়। বাঁধের জলরাশি বয়ে যাওয়ার দৃশ্য দেখতে বিভিন্ন স্থান থেকে মানুষ আসেন। বর্ষাকালে পানিতে টইটম্বুর থাকায় অনেকে বাঁধটিকে ‘মিনি কক্সবাজার’ নামে ডাকেন।
জানা গেছে, আবাদি জমিতে সেচ দিতে ১৯৯৬ সালে ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ভুল্লী বাঁধ নির্মাণ করে। বর্ষা মৌসুমে এ বাঁধে পানি ধরে রাখা হয়। খরার সময় ফসলের সেচকাজে ব্যবহার করা হয়। পানি প্রবাহের জন্য বাঁধটিতে কয়েকটি স্তর রয়েছে। এসব স্তর বেয়ে পানি প্রবাহের সময় যে শব্দ সঞ্চার হয় তা অনেকটা সমুদ্রের গর্জনের মতোই।
গত মঙ্গলবার ভুল্লীবাঁধে গিয়ে দেখা গেছে, সদর উপজেলার কুমারপুর বাঁধপাড়া গ্রামে বাঁধের পানিতে উল্লাসে মেতে উঠছেন তরুণেরাসহ নানান বয়সের দর্শনার্থী। অনেকে সাঁতার কাটছেন। আবার কেউ আছড়ে পড়া ঢেউ দেখে মুগ্ধ হচ্ছেন।
সেলফি তোলায় ব্যস্ত শহরের হাজিপাড়া থেকে পরিবার নিয়ে ঘুরতে আসা সাইফুল ইসলাম বলেন, ‘এমন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে স্ত্রী ও সন্তান নিয়ে ছুটে এসেছি এ বাঁধে। বাঁধটির এমন দৃশ্য আমাদের মুগ্ধ করে। দেখে খুবই ভালো লাগছে।’
কলেজ পড়ুয়া শিক্ষার্থী আয়েশা খাতুন বলেন, ‘কক্সবাজারের সমুদ্র সৈকতের মতো উপভোগ করতে প্রতিদিন বিকেলে এখানে চলে আসি। পরিষ্কার আকাশ। ঠান্ডা হাওয়া। এমন পরিবেশে স্বচ্ছ পানি না দেখে থাকা যায়? এখানকার নৈসর্গিক সৌন্দর্যে যেন কোনো সমুদ্র সৈকতের মতো।’
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তাহের মো. সামসুজ্জামান বলেন, ‘বাঁধে ঘুরতে যাওয়া ভ্রমণ পিপাসুদের সুবিধাগুলোর দিকে আমাদের নজর রয়েছে। জেলা পাউবো কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পর্যটকদের জন্য বিশ্রামাগার ও শিশুদের জন্য খেলনা স্থাপনের বিষয়ে পরিকল্পনা রয়েছে।’