মেঘনা প্রতিনিধি
কুমিল্লার মেঘনা উপজেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছাকাছি থাকা মুক্তিযোদ্ধার স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এ উপলক্ষে বিদ্যালয়ের মুক্তিযুদ্ধ কর্নারে স্থানীয় মুক্তিযোদ্ধাদের ছবি, নাম, পদবি ও সংক্ষিপ্ত ইতিহাস সংরক্ষণ করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, উপজেলার ৬৫টি প্রাথমিক বিদ্যালয়ে গেজেটভুক্ত ১৯২ জন মুক্তিযোদ্ধা ছাড়াও নতুন করে বাছাইয়ে যাঁদের নাম আসবে, তাঁদের তথ্য সংরক্ষণ করা হবে। এতে অর্থায়ন করছে উপজেলা পরিষদের রাজস্ব খাত। এই কাজে ব্যয় ধরা হয়েছে ১ লাখ টাকা।
উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার বলেন, ‘প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে মুক্তিযুদ্ধ কর্নার আছে। স্থানীয় মুক্তিযোদ্ধাদের পরবর্তী প্রজন্মের স্মরণে রাখা ও তাঁদের বিষয়ে জানার জন্য গ্রামের মুক্তিযোদ্ধাদের ছবিসহ সংক্ষিপ্ত ইতিহাস সংরক্ষণের উদ্যোগ নিয়েছি।’
ইউএনও প্রবীর কুমার রায় বলেন, ‘অনেক মুক্তিযোদ্ধা পৃথিবী ছেড়ে চলে গেছেন। বাকিরাও বয়োবৃদ্ধ হয়ে গেছেন। স্থানীয় নতুন প্রজন্মের কাছে স্থানীয় মুক্তিযোদ্ধাদের পরিচিতি ও স্মৃতি ধরে রাখতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।’
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কামাল উদ্দিন বলেন, ‘কমান্ডার হিসেবে খুব অনুপ্রাণিত। কাজ প্রায় শেষ।’
উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল গাফফার হাউদ বলেন, ‘একজন মুক্তিযোদ্ধা হয়ে বলব—উদ্যোগটি খুবই চমৎকার। তবে ছবির ফ্রেমগুলো আরও উন্নত হলে ভালো হতো।’
সাহেরা লতিফ মেমোরিয়াল বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক আবুল কালাম বলেন, ‘উদ্যোগটি প্রশংসনীয়।’
মুক্তিযোদ্ধার সন্তান শাহ আলম বলেন, ‘একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়ে আমি গর্বিত।’