যশোর প্রতিনিধি
যশোর সদর উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বাদ পড়েছেন চার চেয়ারম্যান পদপ্রার্থী। এ ছাড়া ১০ জন সাধারণ সদস্য এবং দুজন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গত রোববার ১৫ ইউনিয়নের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে গতকাল সোমবার দুপুরে জেলা নির্বাচন অফিস এসব তথ্য জানিয়েছে।
বাদ পড়া চেয়ারম্যান প্রার্থীরা হলেন কচুয়া ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মশিয়ার রহমান, হৈবতপুর ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রবিউল ইসলাম, বসুন্দিয়া ইউপির চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমান ও লেবুতলার শহীদ হোসেন।
এ ছাড়া সাধারণ সদস্য পদে উপশহর ইউনিয়নের সাধারণ সদস্য প্রার্থী হাসান জাহিদ হোসেন ও সেলিম ইকবাল, নওয়াপাড়ার মশিয়ার রহমান ও আজিমুদ্দিন, নরেন্দ্রপুরের কেসমত আলী, বসুন্দিয়ার ইউসুফ আলী, লেবুতলার আব্দুল আলীম, কাশিমপুরের শিমুল হোসেন, রামনগরের আব্দুর রাজ্জাক, আরবপুরের মতিউর রহমানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
তা ছাড়া ফতেপুরের সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী মাসুরা খাতুন ও বয়স না হওয়ায় দেয়াড়ার আখিরন নেছার প্রার্থিতা বাতিল করা হয়েছে।
আগামীকাল বুধবারের মধ্যে বাতিল হওয়া প্রার্থীরা আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তি হবে ১৮ ডিসেম্বর। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৯ ডিসেম্বর।
প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামী ২০ ডিসেম্বর। সদরের ১৫ ইউপিতে ভোট হবে ৫ জানুয়ারি।