বগুড়া প্রতিনিধি
বগুড়ার গাবতলী উপজেলায় নির্বাচনী সহিংসতায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিন দিন পর রাজু সরকার (৪০) নামের একজনের মৃত্যু হয়েছে। তিনি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর কর্মী ছিলেন।
গত রোববার রাত ১১টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে ১৬ ডিসেম্বর রাত ৯টার দিকে উপজেলার নশিপুর ইউনিয়নের কোলারবাড়ি গ্রামে রাজু ও তাঁর ভাই আমজাদ হোসেন সরকার (৪৫) ছুরিকাঘাতের শিকার হন। তাঁদের মধ্যে গুরুতর আহত হন রাজু। তাঁরা কোলারবাড়ি গ্রামের মুজিবুর রহমানের ছেলে। তাঁরা দুজনই উপজেলার নশিপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের কর্মী।
হামলার পরদিন বগুড়ার গাবতলী মডেল থানায় মামলা করেন আহত আমজাদ হোসেন। মামলায় ১১ জনের নাম উল্লেখ করে আরও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়। ওই মামলা হত্যা মামলা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম।
জানা গেছে, ১৬ ডিসেম্বর রাতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদের নির্বাচনী প্রচার শেষে বাড়ি ফিরছিলেন দুই ভাই রাজু ও আমজাদ। ওই সময় ইউপি নির্বাচনসংক্রান্ত বিরোধের জেরে অভিযুক্ত ব্যক্তিরা তাঁদের ওপর হামলা চালায় এবং মারধর করতে থাকে। একপর্যায়ে দুই ভাইকে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা আহত দুই ভাইকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিন দিন পর রোববার রাতে রাজুর মৃত্যু হয়।
ওসি মো. জিয়া লতিফুল বলেন, মারধরের ঘটনার পরপরই একজনকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।