ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় বিল থেকে একটি নবজাতক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচরা গ্রামের জোয়ারিয়া বিল থেকে এ লাশ উদ্ধার করা হয়।
আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম ম সিদ্দিক জানান, মঙ্গলবার দুপুরে জোয়ারিয়া বিলে একটি শিশু পুত্রের লাশ ভেসে থাকতে দেখে এলাকাবাসী ভাঙ্গা থানায় খবর দেয়। এরপর দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে বালিয়াচরা কবরস্থানে দাফন করে। এলাকাবাসীর ধারণা সন্তান জন্মের পরেই কেউ বিলের পানিতে ফেলে যায়।
ভাঙ্গা থানার উপপরিদর্শক জাহিদ হাসান বলেন, শিশুটির মাথার নিচের দিকের অংশ ও এক হাত মাছে খেয়ে ফেলেছে। লাশের সুরতহাল রিপোর্ট করে দাফনের ব্যবস্থা করেছেন।