হোম > ছাপা সংস্করণ

যোগমায়া হয়ে ফিরলেন নেহা

বিনোদন ডেস্ক

প্রায় চার বছর পর টিভি পর্দায় ফিরলেন পাঞ্জাবি কন্যা নেহা আমানদিপ। জি বাংলার ‘স্ত্রী’ সিরিয়াল দিয়ে টেলিভিশনে পা রেখেছিলেন নেহা। সান বাংলার ‘কনে বউ’ সিরিয়ালে তাঁকে সর্বশেষ দেখা গিয়েছিল। এরপর মানসিক অবসাদে ভোগার কারণে লম্বা বিরতি নিয়েছিলেন অভিনয় থেকে। দুঃসময়কে পেছনে ফেলে তিনি ফিরলেন জি বাংলার নতুন ধারাবাহিক ‘যোগমায়া’ নিয়ে। এতে তাঁর সঙ্গী ‘তুঁতে’র নায়ক সৈয়দ আরেফিন। যোগমায়া চরিত্রে আছেন নেহা, আর আরেফিন অভিনয় করছেন রেহান চরিত্রে।

যোগমায়া নামের এক মেয়ের গল্প দেখা যাবে এ সিরিয়ালে। এক গরিব রিকশাচালকের মেয়ে সে। অভাবের সংসারে বড় হলেও তার স্বপ্ন ছোট নয়। বাড়িতে বৈদ্যুতিক আলো না থাকায় ল্যাম্পপোস্টের তলায় লেখাপড়া করে। নিজের আশপাশের মানুষদের নিয়ে আরেকটু উন্নত জীবনের স্বপ্ন দেখে যোগমায়া। যেখানে অন্যায়, দুর্নীতি ও বঞ্চনা দেখে, ভয় না পেয়ে রুখে দাঁড়ায়। 

অন্যদিকে ধারাবাহিকের নায়ক রেহান চট্টোপাধ্যায় সম্ভ্রান্ত ধনী পরিবারের সন্তান। যে পরিবারের সবাই চিকিৎসক, আছে নিজেদের হাসপাতালও। কিন্তু রেহান নিজে ডাক্তারি পড়তে চায়নি। সংগীতশিল্পী হতে চায় সে। যোগমায়ার মতোই রেহান মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ে, উপকার করতে চায়। অন্যায়ভাবে বস্তির জায়গা উচ্ছেদের ষড়যন্ত্রের বিরুদ্ধে পৌরসভা অফিসে অভিযোগ জানাতে যায় যোগমায়া, সেখানেই রেহানের সঙ্গে তার পরিচয় হয়।

১১ মার্চ থেকে বাংলাদেশ সময় প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় জি বাংলায় দেখা যাচ্ছে যোগামায়া সিরিয়ালটি। নেহা, আরেফিন ছাড়াও অভিনয় করছেন অনন্যা বিশ্বাস, চাঁদনি মুখোপাধ্যায়, মিমি দত্ত, ভাস্বর চট্টোপাধ্যায়, কৌশিক বন্দ্যোপাধ্যায় প্রমুখ। চিত্রনাট্য, সংগীত ও পরিচালনায় আছেন স্নেহাশিস চক্রবর্তী।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন