হোম > ছাপা সংস্করণ

ডেকে নিয়ে ছুরি মেরে হত্যা

যশোর প্রতিনিধি

যশোর সদরে সাব্বির হোসেন (২৫) নামের এক যুবককে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তেরা। গতকাল রোববার দুপুরে শহরের শংকরপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন মাঠে এ ঘটনা ঘটে।

ঢাকায় একটি প্রতিষ্ঠানে চাকরিতে যোগ দিতে নাগরিক সনদ নিতে এসেছিলেন সাব্বির। তাঁর শরীর বিভিন্ন স্থানে একাধিক ছুরির আঘাতের চিহ্ন রয়েছে।

নিহতের ভাই মো. রাব্বি হোসেন বলেন, ‘সাব্বির ঢাকায় ওয়েল্ডিংয়ের কাছ করত। সেখানে নতুন একটি চাকরির জন্য তাঁর নাগরিক সনদপত্র প্রয়োজন ছিল। তা নেওয়ার জন্য দুদিন আগে সে বাড়িয়ে আসে। আজ (রোববার) নাগরিক সনদপত্র হাতে পাওয়ার পর রাতেই ঢাকায় ফেরার কথা ছিল।’

রাব্বি হোসেন আরও বলেন, ‘আজ সকালে (রোববার) নাগরিক সনদপত্র আনার জন্য আমরা বের হই। দুই ভাই সকালে একসঙ্গে হোটেলে নাশতা সেরে ওকে বাড়ি পাঠিয়ে দিই। পরে শুনতে পাই, আমি হোটেল থেকে কাজের উদ্দেশ্যে বের হওয়ার পরপরই কয়েক যুবক ওকে ডেকে নিয়ে যায়। তারা বাসস্ট্যান্ডের পাশের একটি মাঠের ভেতর থাকা ইজিবাইক গ্যারেজে নিয়ে যায়। সেখানে উপর্যুপরি ‍ছুরিকাঘাত করে হত্যা করে।’

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটন ও দোষীদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনাগুলো বিচ্ছিন্ন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা অভিযান অব্যাহত রেখেছি।

গত কয়েক দিনে জেলার বিভিন্ন স্থান থেকে কিশোর গ্যাংয়ের ১৬ সদস্যকে আটক করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ বর্মিজ ছুরি ও অস্ত্রও উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা পুলিশসহ জেলা পুলিশের বিভিন্ন উইং এ ব্যাপারে কাজ করছে। আশা করছি দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।’

যশোরের জ্যেষ্ঠ আইনজীবী শেখ তাজ হোসেন তাজু বলেন, ‘১৮ বছরের নিচের কিশোর অপরাধীরা আইনের ফাঁক দিয়ে বেরিয়ে পুনরায় হত্যাকাণ্ডসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপে জড়িয়ে পড়ছে। এ ছাড়া ১৮ ঊর্ধ্বের অপরাধীরাও জামিন বেরিয়ে এসব ঘটনা ঘটাচ্ছে। ফলে দিন এসব অপরাধ বাড়ছে।’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন