নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ঈদের মৌসুমে নগরবাসীর সার্বিক নিরাপত্তা প্রসঙ্গে সিএমপি (চট্টগ্রাম মেট্রোপলিটন (পুলিশ) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেছেন, ‘ঈদের বন্ধে সবাই বাসাবাড়ি ছেড়ে যাবেন না। পরিবারের কেউ না কেউ বাসাবাড়িতে থাকার চেষ্টা করবেন। বেশি সময় বাসার বাইরে থাকার প্রয়োজন হলে মূল্যবান জিনিসপত্র, টাকাপয়সা বিশ্বস্ত কারও হেফাজতে রেখে যাবেন। দামি জিনিস রাখার ক্ষেত্রে প্রয়োজনে ব্যাংকের লকার ব্যবহার করুন। বাসায় অবশ্যই অটো লক (তালা) ব্যবহার করবেন। এ ছাড়া দারোয়ান অথবা প্রতিবেশী কাউকে বাসাবাড়ি খেয়াল রাখার অনুরোধ করবেন।’
গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর দামপাড়ার সিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিএমপি কমিশনার এসব কথা বলেন। ঈদের মধ্যভাগে নগরবাসীর সার্বিক নিরাপত্তা নিয়ে সতর্কতামূলক পরামর্শ হিসেবে পুলিশ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর আরও বলেন, ‘নিজেদের নিরাপত্তার ব্যাপারে আগে নিজেদের সচেতন হতে হবে। একটি বাসা খালি রেখে ৯ দিন কেউ থাকবেন না—এটা তো অ্যালার্মিং। আমাদের পরামর্শ হচ্ছে, বাসার সামনে-পেছনে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা, নিরাপত্তা প্রহরী রাখা ও ক্যামেরা বসানো।’ একটি বাড়ি যেহেতু বানাতে পেরেছেন, সে ক্ষেত্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা অসম্ভব কিছু না বলে মন্তব্য করেন তিনি।
কমিশনার আরও বলেন, ‘ক্যামেরা লাগালে আমাদের জন্য সুবিধা হবে। কেউ অপরাধ করলেও আমরা অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে পারব। তবে পুরো বাসা, একেবারে পুরো ভবন খালি করে যেন কেউ চলে না যান, সেই অনুরোধ আমাদের থাকবে।’
সালেহ মোহাম্মদ তানভীর বলেন, ‘ঈদের ছুটিতে নগরবাসীর নিরাপত্তায় পুলিশের পর্যাপ্ত পেট্রোলিং ব্যবস্থা মোতায়েন থাকবে। তবে স্বল্প জনবল দিয়ে নগরীর এতগুলো বাসাবাড়ি ও অফিসের নিরাপত্তা দেওয়া অসম্ভব। বাসাবাড়ির ভেতরে কী হচ্ছে সেটা পুলিশ জানবে না। তাই নাগরিকেরা কিছু সতর্কতা অবলম্বন করলে আমাদের সুবিধা হবে। আমাদের সহযোগিতা না করলে তো নিরাপত্তা দেওয়া খুবই দুরূহ। এ ক্ষেত্রে পরস্পরের সহযোগিতা প্রয়োজন। নিজেরা সচেতন না হয়ে শুধু পুলিশকে দোষারোপ করলে সমাধান মিলবে না বলে তিনি জানান।
নগরবাসীকে বলব, আপনারা আমাদের সহযোগিতা করুন, আমরা আপনাদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করব।’
ব্যাংক থেকে উত্তোলন করা বড় অঙ্কের নগদ অর্থ লেনদেনে পুলিশের সহযোগিতা নেওয়ার পরামর্শ দিয়ে সিএমপি কমিশনার বলেন, ‘পুলিশের কাছে যদি গাড়ি পর্যাপ্ত থাকলে আমরা টাকাসহ বহনকারীকে গাড়ি দিয়ে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব।’
সতর্কতামূলক পরামর্শ হিসেবে আরও বলা হয়, পরিচয় নিশ্চিত না হয়ে বাসার দরজা না খোলা, হকার-ফেরিওয়ালাকে বাসায় ঢুকতে না দেওয়া, অপরিচিত লোককে বাসার আশপাশে ঘুরতে দেখলে ছবি তুলে রাখা, ভাড়ায় চালিত গাড়িতে ওঠার আগে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর ছবি তুলে পরিচিত জনকে দিয়ে রাখা, রাস্তায় বা পরিবহনে চলাচলের সময় অপরিচিত কারও খাবার গ্রহণ না করা, বাস কাউন্টারে অবস্থানকালে নিজের মালামাল ও বাচ্চাদের প্রতি খেয়াল রাখা।