মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী-কর্মকর্তাদের বকেয়া ভাতার দাবিতে সভা করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলা খাদ্য গুদাম চত্বরের তেঁতুল তলায় ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী-কর্মকর্তা কল্যাণ সমিতির আয়োজনে এই সভা হয়।
সমিতির সভাপতি আলী আকবর শেখের সভাপতিত্বে সভায় ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজল বসু, ফরিদপুর চিনিকলের সাবেক কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম, সাবেক শ্রমিক নেতা আবুল বাশার বাদশা, মো. সিদ্দিকী আলী খান, মো. রেজাউল হক, মো. ফিরোজ মিয়া, মো. রফিক উদ্দিন মোল্যা প্রমুখ বক্তব্য দেন।
তাঁদের অভিযোগ, ফরিদপুর চিনিকলের প্রায় ৩০০ শ্রমিক, কর্মচারীর ও কর্মকর্তাদের গ্র্যাচুইটি, সরকার ঘোষিত জাতীয় মজুরি কমিশন, মজুরি ও বেতন স্কেলের বকেয়াসহ প্রায় ২৫ কোটি টাকা পাওনা রয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশে ১ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। ফরিদপুর চিনিকলের কাছে এখনো প্রায় ২৩ কোটি ৭৫ লাখ টাকা পাওনা রয়েছে।
বক্তারা বলেন, ছয়-সাত বছর আগে অবসর নিলেও পাওনা টাকা পাচ্ছেন না। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।