চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতজন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দেওয়া বীর নিবাসের জন্য মনোনীত হয়েছেন। উপজেলা প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।
মনোনীত বীর মুক্তিযোদ্ধারা হলেন চন্দনাইশ পৌরসভার অনিল চক্রবর্তী, মো. আবু তাহের, দোহাজারী পৌরসভার পুতুল দাশ, ধোপাছড়ি এলাকার বীর মুক্তিযোদ্ধা আবদুর রশিদের স্ত্রী আনোয়ারা বেগম, বরকল এলাকার মো. মোজাম্মেল হক চৌধুরী, মো. আবুল মনজুর, পাঠানদন্ডি এলাকার মো. আবদুর জব্বার চৌধুরী।
প্রতিটি ঘর নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৩ লাখ ৪৩ হাজার ৬১৮ টাকা। চন্দনাইশে আধুনিক মানের সাতটি বীর নিবাস নির্মাণে ৯৪ লাখ ৫ হাজার ৩২৬ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি বাড়িতে দুটি ঘর, একটি ডাইনিং, একটি লিভিং রুম, দুটি শৌচাগার ও একটি রান্নাঘর থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।