গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে মাস্ক ব্যবহার না করায় সাত ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার বিকেলে গাংনী বাজারে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গাংনী বাজারের বিভিন্ন শপিংমলে মাস্ক না পরায় সাত ব্যবসায়ীকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে। এ সময় করোনাভাইরাস নিয়ন্ত্রণে মাস্ক ব্যবহার নিশ্চিতকরণের জন্য সবাইকে সচেতন করা হয়। সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে গাংনী থানা-পুলিশের একটি টিম।