হোম > ছাপা সংস্করণ

সরবরাহের এক বছর পার, কাল উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম ওয়াসার সবচেয়ে বড় প্রকল্প ‘শেখ হাসিনা পানি শোধনাগার-২-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে কাল বুধবার। এই দিন বেলা ১১টায় ভার্চ্যুয়ালি নিজের নামে গড়ে ওঠা এই প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অবশ্য রাঙ্গুনিয়ার সফরভাটায় অবস্থিত এই প্রকল্প থেকে পানি সরবরাহ শুরু হয়েছে আরও এক বছর আগে, ২০২১ সালের ১৬ মার্চ। ওই দিন থেকে কর্ণফুলী নদী থেকে পানি উত্তোলন করে পরিশোধনের পর পাইপলাইনের মাধ্যমে নাসিরাবাদে রিজার্ভার এবং হালিশহরে এলিভেটেড ট্যাংকের মাধ্যমে সকালে ৩০ লাখ লিটার পানি গ্রাহকদের সরবরাহ করা হয়। এরপর গত এক বছরে ধীরে ধীরে বাড়িয়ে ১৪ কোটি লিটারে উন্নীত করা হয় পানি সরবরাহ। এই প্রকল্প চালু হওয়ায় এখন সব মিলিয়ে ৫০ কোটি লিটার পানি সরবরাহ করতে পারছে সেবা সংস্থাটি।

জানা গেছে, এত দিন প্রধানমন্ত্রীর শিডিউলের অপেক্ষায় ছিল ওয়াসা। এখন সেটি মিলল। এ উপলক্ষে আগামীকাল নগরীর র‍্যাডিসন ব্লুতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে প্রকল্পের পরিচালক ও ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রকল্পটি থেকে এক বছর আগেই পানি সরবরাহ শুরু হয়েছে। এখন আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন