হোম > ছাপা সংস্করণ

হারিয়ে যাচ্ছে বাঁশ ও বেতের পণ্য

মতিয়ার রহমান মিঞা, মধুখালী (ফরিদপুর)

বাঁশের তৈরি বিভিন্ন উপকরণকে জীবিকার প্রধান বাহক হিসেবে আঁকড়ে রেখেছে ফরিদপুরের মধুখালী উপজেলার গুটিকয়েক পরিবার। কিন্তু দিনদিন বাঁশের তৈরি পণ্যের চাহিদা কমে যাওয়ায় ভালো নেই এই শিল্পের কারিগরেরা।

মধুখালী থেকে ক্রমান্বয়ে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী বাঁশশিল্প। বাঁশের তৈরি পণ্যের কদর আর তেমন নেই বললেই চলে। ঐতিহ্য হারাতে বসেছে এই শিল্পটি। গ্রামীণ জনপদের মানুষ গৃহস্থালি, কৃষি ও ব্যবসা ক্ষেত্রে বাঁশের তৈরি সরঞ্জামাদি ব্যবহার করলেও এখন বিলুপ্তির পথে এ শিল্পটি।

এক সময় বাঁশ দিয়ে তৈরি হতো গৃহস্থালি ও শৌখিন পণ্য। এখনো গ্রামীণ উৎসব ও মেলায় বাঁশের তৈরি কুলা, চালন, খাঁচা, মাচাং, মই, চাটাই, ঢোল, গোলা, ওড়া, বাউনি, ঝুড়ি, ডুলা, মোড়া, মাছ ধরার চাঁই, মাথাল, বইপত্র রাখার র‍্যাকসহ বিভিন্ন পণ্য সাজিয়ে বসেন এর কারিগরেরা।

পৌর বাজারে বাঁশের পণ্য বিক্রি করতে আসা মো. হান্নান বিশ্বাস বলেন, হাতেগোনা কিছু পরিবার শিল্পটিকে আঁকড়ে ধরে আছেন। অনেকে এ পেশা ছেড়ে গেলেও পূর্বপুরুষের পেশাকে কিছুতেই ছাড়তে পারেননি তাঁরা। তা ছাড়া বর্তমানে কাঁচামালের দাম বেশি হওয়ায় তাঁদের তৈরি পণ্যেরও দাম বেশি নিতে হয়। প্রতি হাটে যা বিক্রি করেন তা দিয়ে সংসার চালানো কষ্টকর।

পৌরসভার দাওয়ালীয়াপাড়া এলাকার বৃদ্ধ মো. রহমত বিশ্বাস বলেন, সারা জীবন বাঁশের তৈরি বিভিন্ন পণ্য ব্যবহার করেছেন। যতই দিন যাচ্ছে ততই কমে যাচ্ছে এই পণ্যের চাহিদা। মূল্য বৃদ্ধি, বাঁশের দুষ্প্রাপ্যতা আর প্লাস্টিক, সিলভার ও মেলামাইন জাতীয় হালকা টেকসই সামগ্রী বাঁশের পণ্যের বাজার দখল করেছে। তাঁদের তৈরি কিছু পণ্য পৌর বাজারের সাপ্তাহিক হাটসহ গ্রামগঞ্জে ফেরি করে বিক্রি করেন।

তিনি আরও বলেন, এখন এ কাজ করে জীবন চালানো কঠিন। বেলা শেষে যা বিক্রি হয়, তা দিয়ে নিত্যপণ্য কিনে বাড়ি ফেরেন তাঁরা। এভাবেই তাঁদের জীবন-জীবিকা চলে। বর্তমান সময়ে দ্রব্যমূল্য বেশি হওয়ায়, স্বল্প আয়ের এ পেশায় টিকে থাকা কঠিন হয়ে পড়েছে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন