হোম > ছাপা সংস্করণ

চট্টগ্রাম বিভাগীয় সভাপতি কামাল, সম্পাদক সাহিদুল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় অফিস সহকারী কল্যাণ সমিতি আঞ্চলিক পরিষদের চট্টগ্রাম বিভাগীয় দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে। এতে সর্বসম্মতিতে মো. কামাল উদ্দিনকে সভাপতি ও এস এম সাহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্যের বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

গতকাল শনিবার বেলা ১১টার দিকে নগরীর স্টেশন রোডের পর্যটন মোটেল সৈকত-এ সম্মেলন হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবীর।

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বলেছেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্যসেবার মান আজ অনেক দূর এগিয়েছে। প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করতে কর্মকর্তা-কর্মচারীরা কাঁধে কাঁধ মিলিয়ে আন্তরিকভাবে কাজ করতে হবে। এতে দেশের স্বাস্থ্য ব্যবস্থায় ঈর্ষণীয় সাফল্য আসবে।’

চট্টগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সেখ ফজলে রাব্বি (উপপরিচালক) বলেন, ‘নিজের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করলে স্বাস্থ্যসেবায় সরকারের সুনাম অক্ষুণ্ন থাকবে। সুনাম ক্ষুণ্ন হয় এমন কাজ থেকে নিজেকে বিরত রেখে কর্মস্থলে যোগ্যতার পরিচয় দিতে হবে।’

সংগঠনের চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সভাপতি মো. শহিদ উল্ল্যাহর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সহকারী পরিচালক (প্রশাসন) সুমন বড়ুয়া, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় অফিস সহকারী কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এম গৌছ আহমদ চৌধুরী, মহাসচিব মো. দেলোয়ার হোসেন, অতিরিক্ত মহাসচিব শাহ নেওয়াজ।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন