হোম > ছাপা সংস্করণ

মির্জাপুরে টিকা নেয়নি ৬৯৯ জন পরীক্ষার্থী

মির্জাপুর প্রতিনিধি

মির্জাপুরে ৬৯৯ জন এইচএসসি পরীক্ষার্থী করোনার টিকা নেয়নি। উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল শনিবার এই টিকা দেওয়া হয়। উপজেলার ৩ হাজার ৩২৭ জন পরীক্ষার্থী টিকা নেওয়ার কথা থাকলেও ২ হাজার ৬২৮ জন টিকা নিয়েছে। টিকা নেওয়ার হার শতকরা ৭৯ ভাগ।

সকাল ৯টার দিকে এই কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফরিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুন অর রশিদ প্রমুখ।

মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর এই উপজেলায় মির্জাপুর ক্যাডেট কলেজসহ ৮টি কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী ৩ হাজার ৩২৭ জন। সরকারি নির্দেশনায় গতকাল তাঁদের জন্য ফাইজারের করোনা টিকা দেওয়ার আয়োজন করে স্বাস্থ্য বিভাগ। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকা প্রদান কার্যক্রম চললেও ৬৯৯ জন শিক্ষার্থী টিকা নেয়নি।

রাজাবাড়ি কলেজের শিক্ষার্থী ওমর আব্দুল্লাহ বলেন, টিকা নিতে পেরে খুবই ভালো লাগছে।

ফরিদুল ইসলাম বলেন, সকাল থেকেই ৬টি বুথে একযোগে টিকা দেওয়া শুরু হয়। যারা টিকা নেয়নি তাদের পরে জেলা সদরে গিয়ে টিকা নিতে হবে বলে তিনি জানান।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন