হোম > ছাপা সংস্করণ

সরিষার ভালো ফলনের সম্ভাবনা

রাজবাড়ী প্রতিনিধি

নীল আকাশের নিচে মাঠজুড়ে হলুদ ফুলের সমারোহ। মাঠে মাঠে শোভা পাচ্ছে সরিষা ফুল। চলতি মৌসুমে রাজবাড়ীর পাংশায় সরিষার ভালো ফলন হবে বলে আশা করছে কৃষি বিভাগ। ফলন ও দাম ভালো পাওয়ায় প্রতিবছরই এ উপজেলায় বাড়ছে সরিষার আবাদ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, পাংশায় এ বছর ৪২৫ হেক্টর সরিষা চাষ করা হয়েছে। যা গত বছরের চেয়ে ১০০ হেক্টর বেশি। নতুন জাতের সরিষা বাড়ি-১৮, দেশি রাইসহ প্রায় সাত জাতের সরিষা চাষ হচ্ছে এ উপজেলায়। বাড়ি-১৮ জাতের সরিষায় প্রতি হেক্টরে দুই মেট্রিক টন ফলন আসবে বলে ধারণা করা হচ্ছে।

উপজেলার বাবুপাড়া ইউনিয়নের সরিষাচাষি রাশিদুল ইসলাম বলেন, উপজেলা কৃষি অফিস থেকে তাঁদের নতুন জাতের বীজ বিনা মূল্যে দিয়েছে। এ বছর ভালো ফলন পাবেন এবং বর্তমানে সরিষা তেলের দাম ও সরিষার দাম বেশি হওয়ায় ভালো দাম পাবেন বলে আশা করেন তিনি।

ইসলাম শেখ নামের আরেক কৃষক বলেন, এ বছর প্রথম নতুন জাতের সরিষা বাড়ি-১৮ চাষ করেছেন। তবে আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলন হবে বলে আশা করছেন।

কুদ্দুস প্রামাণিক বলেন, সরিষা চাষে সার, সেচ ও কীটনাশক কম লাগে, নিড়ানির প্রয়োজন হয় না। খরচ কম ও স্বল্প সময় এই ফসল হয়। প্রতি বিঘায় সরিষার ফলন ছয় থেকে সাত মণ পর্যন্ত হয়। সরিষা ঘরে তোলার পর ওই জমিতে বোরো ধানের আবাদ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ বলেন, সরকারের প্রণোদনা প্রকল্পের অধীনে কৃষকদের বিনা মূল্যে সার-বীজ দেওয়া হচ্ছে। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে তেমন ক্ষতি না হওয়ায় এবং গত বছর সরিষার ভালো দাম পাওয়ায় চাষিরা এবারও সরিষা চাষে আগ্রহী হয়েছেন। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছরও চাষিরা লাভবান হবে।

তিনি আরও জানান, নতুন জাতের সরিষা বাড়ি-১৮ এ বছরই প্রথম চাষ হচ্ছে। এই জাতের সরিষা চাষ করে কৃষকেরা অধিক লাভবান হবেন বলে আশা করছেন।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন