ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গার একটি বাজারে অন্তঃসত্ত্বা গাভির মাংস বিক্রির অপরাধে দুই মাংস বিক্রেতাকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার সকালে পুকুরিয়া বাজারের মাংস বিক্রেতা আব্দুর রহিম (৪০) ও রিয়াজুল ফকিরকে (২৪) এই শাস্তি দেওয়া হয়।
উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর গোলাম মাওলা জানান, শনিবার সকালে উপজেলার পুকুরিয়া বাজারে মাংস বিক্রেতা আব্দুর রহিম ও রিয়াজুল ফকির একটি গাভি জবাই করছিল। জবাইকালে স্থানীয়রা দেখতে পায়, গাভিটির পেটে সাত মাসের একটি বাছুর রয়েছে। তখন তারা গাভিটির মাংস বিক্রি করতে নিষেধ করে।
কিন্তু মাংস বিক্রেতারা তাদের কথা না শুনে বিক্রি করার জন্য মাংস পুকুরিয়া হাটে নিয়ে যান। স্থানীয়রা তখন মাংসসহ তাঁদের আটক করে তাঁকে জানায়। তিনি ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন জানান, ভোক্তা অধিকার আইনে পুকুরিয়া হাটের মাংস বিক্রেতা ফরিদপুর সদর উপজেলার বাখুন্ডা গ্রামের আব্দুর রহিম এবং ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের রিয়াজুল ফকিরকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।