হোম > ছাপা সংস্করণ

নৌকার প্রার্থীর বিরুদ্ধে মানববন্ধন

যশোর প্রতিনিধি

যশোরের চাঁচড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী সেলিম রেজা পান্নু ও তাঁর সমর্থকের বিরুদ্ধে হামলার অভিযোগ করা হয়েছে।

গতকাল রোববার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন এই অভিযোগ করেছেন দলের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী শামীম রেজা। যাকে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নৌকা বিরোধী প্রচারে অংশ নেওয়া ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি মো. ওয়াজেদ আলী মোড়ল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ভূঁইয়াসহ অনেকে।

মানববন্ধনে তাঁরা বলেন, এ পর্যন্ত সেলিম রেজা পান্নুর কর্মী–সমর্থকদের হামলার শিকার হয়েছেন বেশ কয়েকজন নেতা-কর্মী। বিরোধী প্রার্থীদের পোস্টার পুড়িয়ে দেওয়া হচ্ছে, নির্বাচনী অফিস ভেঙে ফেলা হচ্ছে। বারবার অভিযোগ জানিয়েও এর কোনো প্রতিকার মেলেনি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন চাঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ওয়াজেদ আলী মোড়ল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ভূঁইয়া, সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ফুল।

মানববন্ধনে বক্তারা বলেন, ২৪ ডিসেম্বর ভাতুড়িয়া বাজারে পান্নুর নেতৃত্বে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শামীম রেজা। প্রার্থীর নির্বাচনী কর্মসভায় হামলা চালানো হয়। এতে গুরুতর আহত হন জাহিদ নামের স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থক। ২৫ ডিসেম্বর ইউনিয়নের অন্তত ১২টি স্থানে হামলা ও ভাঙচুর চালানো হয়।

এ বিষয়ে নৌকার প্রার্থী সেলিম রেজা পান্নুর মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন