হোম > ছাপা সংস্করণ

পর্যটকহীন সুনসান খাগড়াছড়ি-সাজেক

আবদুল মান্নান, মানিকছড়ি (খাগড়াছড়ি)

আকাশ ছুঁই ছুঁই পাহাড়। পাহাড়জুড়ে ঘন জঙ্গল। অপরূপ সৌন্দর্যে ঘেরা পর্যটন স্পটের ছড়াছড়ি খাগড়াছড়ি। আর মেঘের ছোঁয়ায় শরীর ও মনজুড়ানো মেঘকন্যায় পরিণত হওয়া রাঙামাটির সাজেক। বছরের প্রায় সময় সরগরম থাকা এই দুই পর্যটন এলাকা এক সপ্তাহ ধরে সুনসান।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা এবং পরে কারফিউয়ে সাজেক ও আলুটিলায় এখন সুনসান নীরবতা। ফলে পর্যটন ঘিরে গড়ে ওঠা প্রায় ৩০০ হোটেল-মোটেল, রেস্টুরেন্ট, রিসোর্টে অগ্রিম বুকিং নেই। পর্যটক বহনকারী শতাধিক গাড়ির চাকাও অচল। এসব প্রতিষ্ঠান ও যানবাহনের পাঁচ সহস্রাধিক শ্রমিক-কর্মচারী অলস সময় পার করলেও মালিকপক্ষকে গুনতে হচ্ছে বেতন-ভাতা। এতে বাড়ছে লোকসান।

হোটেল-মোটেল সূত্রে জানা গেছে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে সৃষ্ট পরিস্থিতিতে এক সপ্তাহের বেশি সময় ধরে পর্যটকেরা আসছেন না এসব স্পটে। এতে প্রতিদিন কয়েক লাখ টাকা লোকসান গুনছেন পর্যটন-সংশ্লিষ্টরা।

খাগড়াছড়ির প্রধান পর্যটনকেন্দ্র আলুটিলা সুড়ঙ্গ, জেলা পরিষদ পার্ক, তৈদুছড়া ঝরনা, রিছাং ঝরনা, মায়াবিনী লেক, মানিকছড়ির মংরাজবাড়ি, আন্তর্জাতিক ভাবনাকেন্দ্র, ডিসি পার্ক, পানছড়ির রাবার ড্যাম ও অরণ্য কুঠির এখন জনমানবহীন।

অন্যদিকে রাঙামাটির অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র সাজেকের চিত্রও একই। দিন দশেক আগেও যেখানে আগাম বুকিং ছাড়া রাত কাটানো ছিল দায়, এখন সেখানে পর্যটকের প্রহর গুনছেন শ্রমিক-কর্মচারী ও মালিকপক্ষ।

খাগড়াছড়ি থেকে সাজেকে নিয়মিত পর্যটক পরিবহনকারী চান্দের গাড়ির (জিপ) চালক মংশে মারমা বলেন, ‘১৬ জুলাই থেকে পর্যটক আসা-যাওয়া বন্ধ থাকায় আমার গাড়ির চাকাও অচল। এতে পরিবহন-সংশ্লিষ্ট সবার ভাত জোটানো কষ্টকর হয়ে পড়েছে।’

সাজেক কটেজের মালিক ও মালিক সমিতির কার্যনির্বাহী সদস্য মো. ইব্রাহিম বলেন, সারা দেশে চলমান শাটডাউন ও কারফিউ জারির কারণে সাজেকে কোনো হোটেল-মোটেলে রুম বুকিং নেই, পর্যটক নেই। এখানকার ১২৫টি রিসোর্ট, হোটেল, রেস্তোরাঁয় দৈনিক লোকসান প্রায় ৩০ লাখ টাকা। এ ছাড়া খাগড়াছড়ির আরও অন্তত ১৫০টি রিসোর্ট, হোটেল ও রেস্তোরাঁয় প্রতিদিন কী পরিমাণ ক্ষতি হচ্ছে, তা হিসাব করা কঠিন। এতে পাহাড়ে পর্যটন খাত বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়েছে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন