বিনোদন প্রতিবেদক, ঢাকা
১৮ অক্টোবর ছিল এলআরবি ব্যান্ডের রকস্টার আইয়ুব বাচ্চুর মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে গতকাল রাজধানীর মগবাজারের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয় আইয়ুব বাচ্চুর স্মরণে বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানের আয়োজক চট্টগ্রাম মিউজিশিয়ানস ক্লাব, ঢাকা। দুপুরে কোরআন খতমের পর সন্ধ্যায় ছিল আইয়ুব বাচ্চুর স্মরণে আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে অংশ নেন সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ, সোলস ব্যান্ডের পার্থ বড়ুয়া, রেনেসাঁর নকীব খান, ফিডব্যাকের ফোয়াদ নাসের বাবু, লাবু রহমান, বামবার বর্তমান সভাপতি হামিন আহমেদ, দূরবীন ব্যান্ডের সৈয়দ শহীদসহ দেশের খ্যাতিমান শিল্পীরা।
অনুষ্ঠানে আইয়ুব বাচ্চুর স্মরণে একটি বিশেষ অ্যাওয়ার্ড প্রদানের ঘোষণা দেন শিল্পী পার্থ বড়ুয়া।
চট্টগ্রাম মিউজিশিয়ানস ক্লাবের বর্তমান সভাপতি দূরবীন ব্যান্ডের সৈয়দ শহীদ বলেন, ‘আইয়ুব বাচ্চুর স্মরণে এখন থেকে প্রতিবছর রুপালি গিটার অ্যাওয়ার্ড প্রদান করা হবে। কিছুদিনের মধ্যেই এ সম্পর্কে বিশদ জানানো হবে। আমাদের বিশ্বাস, এই সম্মাননা বাংলাদেশের ব্যান্ডশিল্পীদের অনুপ্রাণিত করবে।’
চট্টগ্রাম মিউজিশিয়ানস ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক ও এলআরবি ব্যান্ডের ম্যানেজার শামিম আহমেদ বলেন, ‘চট্টগ্রামের সন্তান আইয়ুব বাচ্চু বাংলাদেশের সংগীতে অমলিন এক নাম। তিনি আজীবন বেঁচে থাকবেন তাঁর সৃষ্টির মাধ্যমে।’