শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জে যাতায়াতের রাস্তা বন্ধ করে প্রাচীর নির্মাণ করায় অবরুদ্ধ হয়ে পড়েছে অর্ধশত পরিবার। গতকাল শনিবার রাস্তাটিতে যাতায়াতের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী এসব পরিবারের সদস্যরা। এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর অভিযোগও দিয়েছেন তাঁরা।
জানা যায়, উপজেলার পীরব বাজার এলাকার পীরব-মোলামগাড়ী সড়কসংলগ্ন শিহালী কলেজপাড়ায় পল্লি চিকিৎসক আলেক উদ্দিন জমি কিনে ফেলে রাখেন। তাঁর কেনা ওই জমির ওপর দিয়ে ৩০ বছর ধরে মানুষ চলাচল করছিল। কিন্তু ৫ নভেম্বর সীমানা ঘেঁষে প্রাচীর তোলেন আলেক উদ্দিন।
এদিকে পার্শ্ববর্তী জমির মালিক বুলু হাজিও তাঁর জমিতে প্রাচীর দিয়েছেন। সে জন্য ওই রাস্তায় চলাচলকারী প্রায় অর্ধশত পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে।
ভুক্তভোগী আব্দুল হান্নান বলেন, ‘এই রাস্তায় ৩০ বছর ধরে আমরা যাতায়াত করছি। যাতায়াতের জন্য আমাদের বিকল্প কোনো পথও নাই। প্রাচীর দেওয়ার ফলে কোনো ভ্যান, মোটরসাইকেলসহ কোনো কিছুই চলাচল করতে পারছে না।’
আরেক বাসিন্দা মাহমুদা বেগম বলেন, ‘২০১২ সালে জমি কেনার পর থেকেই আলেক উদ্দিন বারবার যাতায়াতের রাস্তা রাখতে চাইলেও এ বছর প্রাচীর দেওয়ার সময় কোনো যাতায়াতের জায়গা রাখেননি। আমরা যেকোনো দিক দিয়ে একটি যাতায়াতে রাস্তা চাই।’
এ বিষয়ে আলেক উদ্দিন বলেন, ‘২০১২ সালে জায়গাটি কিনেছি। চলতি বছরের ৫ নভেম্বর সীমানার একহাত জায়গা বাকি রেখে প্রাচীর দিয়েছি। তাঁরা হয়তো নিয়মিত যাতায়াত করতেন বিধায় কিছুটা সমস্যায় পড়েছেন। আমি আইনবিরোধী কোনো কাজ করিনি।’
এ ব্যাপারে ইউএনও উম্মে কুলসুম সম্পা জানান, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’