হোম > ফ্যাক্টচেক > জানি, কিন্তু ভুল

ইহুদিরা মাইকেল জ্যাকসনের এই গান প্রকাশ হতে দেয়নি?

ফ্যাক্টচেক ডেস্ক

ফেসবুকে একটি গান পোস্ট করে ক্যাপশনে লেখা হচ্ছে—‘এটি মাইকেল জ্যাকসনের বিখ্যাত গান যেটা ইহুদিরা প্রকাশ হতে দেয়নি।’

সুফি ভয়েজ নামে একটি ফেসবুক গ্রুপ থেকে পোস্টটি প্রায় ৪০ হাজারবার শেয়ার করা হয়েছে। রিঅ্যাক্ট এসেছে ১৩ হাজার।

ইমু নামের ফেসবুক পেজ থেকে গানটি ১৫ হাজারবার দেখা হয়েছে। মো. শাহীন নামের ফেসবুক আইডি থেকে গানটি ১ লাখেরও বেশিবার দেখা হয়েছে। এ ছাড়া কয়েক শ ফেসবুক গ্রুপ ও পেজে গানটিকে মাইকেল জ্যাকসনের অপ্রকাশিত গান দাবিতে পোস্ট করতে দেখা গেছে। কয়েক হাজার আইডিতে এই তথ্য শেয়ার করা হয়েছে।

ফ্যাক্টচেক
বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীদের অনেকেই গানটিকে মাইকেল জ্যাকসনের গাওয়া বলে দাবি করে আসছেন কয়েক বছর থেকেই। ২০১৮ সাল থেকেই এ রকম পোস্ট ফেসবুক দেখা যাচ্ছে।

গানটির কথার (লিরিক) সূত্র ধরে অনুসন্ধান করলে ইউটিউবে ২০১২ সালের ৩০ জুলাই ‘অ্যাওয়েকেনিং মিউজিক’ নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়।

সংগীতভিত্তিক এ ইউটিউব চ্যানেল ১২ মিলিয়ন আইডি থেকে সাবস্ক্রাইব করা হয়েছে। ‘ওয়েটিং ফর দ্য কল’ শিরোনামের এ গানকে ইরফান মাক্কির গাওয়া বলে উল্লেখ করা হয়েছে সেখানে। গানটি দেখা হয়েছে ৩৩ লাখবার। এই গান ২০১১ সালে ‘আই বিলিভ’ নামের একটি অডিও অ্যালবামে প্রকাশিত হয়েছিল। ১৩টি গানের ওই অ্যালবামের সংগীতায়োজন করেছিলেন সুইডিশ-লেবানিজ সংগীত শিল্পী মাহের জেইন। অ্যালবামের কাভারে ‘ওয়েটিং ফর দ্য কল’ গানটিকে ১ নম্বর অবস্থানে পাওয়া যায়।

ইরফান মাক্কি একজন পাকিস্তানি বংশোদ্ভূত কানাডীয় শিল্পী ও গীতিকার। ‘ওয়েটিং ফর দ্য কল’ গানটি ওই শিল্পীর কণ্ঠে বিখ্যাত হয়েছে। এই গানে তিনি হজব্রত পালন করার কাব্যিক ইচ্ছা প্রকাশ করেছেন। গানটির কথা পড়তে ক্লিক করুন এখানে

ক্যাপশনে গানটিকে একই সঙ্গে বিখ্যাত ও অপ্রকাশিত দাবি করা হয়েছে। অপ্রকাশিত গান বিখ্যাত দাবি করাটা একটু ঝামেলারই বই কি!

সিদ্ধান্ত
ফেসবুকে মাইকেল জ্যাকসনের অপ্রকাশিত যে গানটিকে ইহুদিরা প্রকাশ করতে দেয়নি বলে দাবি করা হচ্ছে, তা মূলত পাকিস্তানি বংশোদ্ভূত কানাডীয় শিল্পী ইরফান মাক্কির গাওয়া। গানটি ২০১১ সালে তাঁর আই বিলিভ অ্যালবামে প্রকাশিত হয়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

সন্তান প্রসবে নারীর ৫৭ ‘ডেল’ ব্যথা অনুভব হয়, যা ২০টি হাড় ভাঙার ব্যথার সমান— দাবিটির সত্যতা জানুন

আক্রান্ত ব্যক্তির সঙ্গে চোখাচোখি হলেই কি চোখ ওঠে, কী বলে চিকিৎসা বিজ্ঞান

আধখণ্ড লেবুতে লবঙ্গ গেঁথে রাখলে মশা পালায়—এই টোটকার বৈজ্ঞানিক ভিত্তি কী

চুইংগাম গিলে ফেললেই বিপদ, পেটে থাকে ৭ বছর! আসলেই কি তাই

করোসল ফল ক্যানসারের প্রতিরোধক, কেমোথেরাপির বিকল্প—এসব দাবি সত্য নয়

পানি কি মেয়াদোত্তীর্ণ হয়, বোতলে কিসের মেয়াদ

রোম যখন পুড়ছিল, সম্রাট নিরো তখন আসলেই বাঁশি বাজাচ্ছিলেন?

শসা খেলে কিডনির পাথর গলে, বিশেষজ্ঞরা বলছেন সত্যতা নেই

কুকুরের পেটে সত্যি কি ঘি হজম হয় না, কী বলছেন পশুচিকিৎসকেরা

দাঁতে কি আসলেই পোকা হয়? এ ধারণার উৎপত্তি কীভাবে, বিজ্ঞান কী বলে

সেকশন