হোম > খেলা > ক্রিকেট

বিপিএলের ম্যাচ শেষেই মায়ের মৃত্যুর খবর পেলেন খালেদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সৈয়দ খালেদ আহমেদের মা মারা গেছেন। ছবি: চিটাগং কিংস

বাংলাদেশের পেসার সৈয়দ খালেদ আহমেদের মা মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খালেদের মা গত রাতে না ফেলার দেশে চলে গেছেন বলে নিশ্চিত করেছে চিটাগং কিংস

মায়ের মৃত্যুর সংবাদ খালেদ পেয়েছেন গত রাতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চিটাগং কিংস-খুলনা টাইগার্সের ম্যাচ শেষে। খালেদের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংস নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছে, ‘সৈয়দ খালেদ আহমেদের প্রিয় মায়ের মৃত্যুতে গভীর শোকাহত। অন্তরের অন্তঃস্থল থেকে আমরা সমবেদনা জানাচ্ছি। সৃষ্টিকর্তা যেন তাঁকে জান্নাতের সর্বোচ্চ স্তরে স্থান দেন।’

এবারের বিপিএলে খালেদ চিটাগং কিংসের হয়ে খেললেও তাঁর বাড়ি সিলেটে। বাংলাদেশের এই তরুণ ক্রিকেটারের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে সিলেট স্ট্রাইকার্স। নিজেদেন ভেরিফায়েড ফেসবুক পেজে সিলেট লিখেছে, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।জাতীয় দলের পেসার ও সিলেটের কৃতি সন্তান খালেদ আহমেদের মায়ের ইন্তেকালে স্ট্রাইকার্স পরিবার গভীর শোক প্রকাশ করছে।চলতি বিপিএলে চিটাগং কিংসের হয়ে খেলা খালেদ আহমেদের জন্য এ কঠিন সময় যেন আল্লাহ সহজ করেন এবং তাঁকে শোক কাটিয়ে ওঠার ধৈর্য দান করেন।আমরা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’

সৈয়দ খালেদ আহমেদের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে সিলেট স্ট্রাইকার্স।।ছবি: সিলেট স্ট্রাইকার্স

খালেদ এবারের বিপিএলে দারুণ ছন্দে আছেন। ৫ ম্যাচে ৭.৬৩ ইকোনমিতে নিয়েছেন ৮ উইকেট। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গত রাতে খুলনার বিপক্ষে ২ উইকেট নেন তিনি। চিটাগংয়ের ৪৫ রানের জয়ের পর টিম হোটেলে ফিরে দলের সঙ্গে উদ্‌যাপনও করেন। তবে তার কিছুক্ষণ পরই পেয়েছেন মায়ের মৃত্যুর সংবাদ।

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

ইনহেলার নিয়েও অদম্য জোকোভিচ

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

ফেব্রুয়ারিতে মেয়েদের বিপিএল

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

পাওনা টাকা পেয়েই জ্বলে উঠলেন তাসকিনরা

তামিমের প্রতি সম্মান দেখালেন সাব্বির

দক্ষিণ আফ্রিকা যেন হাসপাতাল, একসঙ্গে চোটে ৮ পেসার

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

সেকশন