হোম > প্রযুক্তি

চলতি বছরে শক্তিশালী ব্যাটারি প্রযুক্তি নিয়ে আসবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

অনলাইন ডেস্ক

এ বছরে অনেক ফোনেই ৮০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। ছবি: গিজবট

চলতি বছরে স্মার্টফোন শিল্প অত্যন্ত উদ্ভাবনমুখী হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসগুলোতে উন্নত ক্যামেরা, বিশেষ এআই ফিচারের পাশাপাশি শক্তিশালী ও বড় আকারের ব্যাটারি দেখতে পাওয়া যাবে। ফ্ল্যাগশিপ ফোন থেকে বাজেট স্মার্টফোনেও এই ধরনের শক্তিশালী ব্যাটারি থাকবে।

এ বিষয় নিয়ে চীনের মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ওয়েবুতে পোস্ট করে স্মার্টফোন–বিষয়ক এক তথ্য ফাঁসকারী। তার মতে, চলতি বছরে বাজেট ফোনগুলোতেও ৭ হাজার ৫০০ এমএইচএয়ের ব্যাটারি যুক্ত করবে শাওমির সাব ব্র্যান্ড রেডমি। সম্ভবত রেডমি টার্বো ৪ প্রো ফোনে শক্তিশালী ব্যাটারিটি যুক্ত করা হবে।

এমনকি শাওমি ৮ হাজার এমএইচের ব্যাটারি নিয়েও পরীক্ষা–নিরীক্ষা করেছে বলে শোনা যাচ্ছে। কিছু সূত্র অনুযায়ী, ব্যাটারির আকার বেড়ে গেলেও ফোনগুলো দ্রুতই চার্জ হবে। এ বিশালাকার ব্যাটারি চার্জের জন্য ১০০ ওয়াট পাওয়ার অ্যাডাপ্টর ব্যবহার করা হতে পারে।

সম্ভবত সিলিকন-কার্বন সংকর উপকরণ ব্যবহারের মাধ্যমে স্মার্টফোন ব্যাটারির ক্ষমতা এতটা বাড়ানো সম্ভব হচ্ছে। সিলিকন-কার্বন কম্পোজিট (এসআইসি) উপকরণ সাধারণত গ্রাফাইটের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে।

সিলিকন, যখন ইলেকট্রোড হিসেবে ব্যবহৃত হয়, তখন এটি দশ গুণ বেশি আয়ন ধারণ করতে পারে। এ প্রক্রিয়া বৈদ্যুতিক রাসায়নিক শক্তির ঘনত্বে ব্যাপক বৃদ্ধি ঘটায়। এর ফলে, ছোট সাইজে আরও শক্তিশালী ব্যাটারি তৈরি করা সম্ভব হয়। এটি দ্রুত চার্জিংয়ের জন্যও সুবিধা তৈরি করে। এ ছাড়া উপকরণটি প্রকৃতিতে প্রচুর পরিমাণে পাওয়া যায়।

রেডমিই প্রথম ব্র্যান্ড নয়, যারা এ নতুন ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করবে। তবে এটি নতুন রেকর্ড গড়তে প্রস্তুত। ২০২৩ সালে অনার তাদের ম্যাজিক ৫ প্রো ফোনের মাধ্যমে এই ট্রেন্ড শুরু করে। তাদের নতুন ফোন ম্যাজিক ৭ লাইটে ৬ হাজার ৬০০ এমএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। অন্যদিকে, রেডমি ম্যাজিক ১০ প্রোতে ৮ হাজার ৮০ এমএইচ ব্যাটারি রয়েছে এবং ১০০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধা রয়েছে।

রিয়েলমি জিটি ৭ প্রোও একটি একটি সিলিকন-কার্বন ব্যাটারি ব্যবহার করে। একই প্রযুক্তি ওয়ানপ্লাসকে তাদের সর্বশেষ ফ্ল্যাগশিপে ৬,০০০ এমএএইচ ব্যাটারি বসানোর সুযোগ দিয়েছে, যার ফলে তারা তার ফাস্ট চার্জিং প্রযুক্তি (ওয়্যারড হোক বা ওয়্যারলেস) হারায়নি। আরেকটি চীনা ব্র্যান্ড ভিভোও তাদের ক্যামেরাকেন্দ্রিক এক্স ২০০ প্রো স্মার্টফোনে সিলিকন-কার্বন ব্যাটারি ব্যবহার করেছে।

বিভিন্ন তথ্যানুসারে, এ বছরে অনেক ফোনেই ৮,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। আর এই গুরুত্বপূর্ণ উদ্ভাবনের সুবিধা উপভোগ করতে বিপুল পরিমাণ অর্থও খরচ করতে হবে না।

তথ্যসূত্র: ডিজিটাল ট্রেন্ডস

২০৩০ সালের মধ্যে ৬০ লাখ আইটি পেশাদার তৈরি করবে সরকার

ফুঁ দিয়ে গরম কফি ঠান্ডা করে দেবে এই বিড়াল রোবট

এক্সের অ্যালগরিদম সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

সরকারি কর্মকর্তাদের তথ্য হাতিয়ে নিতে রুশ হ্যাকারদের নয়া কৌশল

ফেসবুক প্রোফাইলে মিউজিক যুক্ত করবেন যেভাবে

স্যামসাংয়ের মিড রেঞ্জ ট্যাবের চিপসেট সম্পর্কে যা জানা গেল

সার্চ ইঞ্জিনের বাজারে আধিপত্য কমল গুগলের, মাইক্রোসফটের শেয়ার বাড়তি

ইউরোপীয় ইউনিয়নের ফ্যাক্টচেকিং আইন মানবে না গুগল

স্মার্টফোনে বিশেষ ছাড় দিয়েও চীনে শীর্ষস্থান হারাল অ্যাপল

সেকশন