হোম > প্রযুক্তি

নির্ধারিত সময়ে বাজারে আসছে না আইফোন ১৫ প্রো ম্যাক্স 

অনলাইন ডেস্ক

নির্ধারিত সময়ে অর্থাৎ সেপ্টেম্বরের ২২ তারিখে বাজারে আসছে না আইফোনের বহুল প্রতীক্ষিত মডেল ১৫ প্রো ম্যাক্স। বিশেষ করে চীন, জাপান এবং যুক্তরাষ্ট্রের মতো আইফোনের বড় বাজারগুলোতে নির্ধারিত সময় ছাড়া হবে না আইফোন। তার বদলে আগামী নভেম্বরে ফোনটি বাজারে ছাড়া হবে। নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল আশা করছে এই ফোনটি বাজারে অনুমিত চাহিদার চেয়ে অনেক বেশি বিক্রি হবে। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার থেকে বিশ্বজুড়ে আইফোন ১৫ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার নেওয়া শুরু করেছে অ্যাপল। শুরুতে ব্যাপক চাহিদা থাকায় প্রতিষ্ঠানটি আশা করছে অনুমানের চেয়ে বেশি বিক্রি হবে ফোনটি। চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে অ্যাপলের বিক্রি অনেকটাই কমে গিয়েছিল। প্রতিষ্ঠানটি আশা করছে, এই মডেলের বিক্রি গত প্রান্তিকের ঘাটতি অনেকটাই পুষিয়ে দেবে।

চীনা মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ের সঙ্গে তীব্র প্রতিযোগিতা রয়েছে অ্যাপলের। এ ছাড়া সরকারি কর্মকর্তাদের আইফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন সরকার। এই অবস্থায় আইফোনের তৃতীয় বৃহত্তম বাজারে ঘাটতির আশঙ্কা করছিল অ্যাপল। কিন্তু ৪ থেকে ৫ সপ্তাহ দেরি করে বাজারে আনার ফলে সেই শঙ্কাও অনেকটাই কাটানো যাবে বলে আশা করছেন বিশ্লেষকেরা। 

তবে চীনের জন্য এই সময় কিছুটা এগিয়ে আনা হতে পারে। ৪ থেকে ৫ সপ্তাহের পরিবর্তে চীনের আইফোন ১৫ প্রো ম্যাক্স প্রত্যাশীদের অপেক্ষা করতে হতে পারে দুই থেকে তিন সপ্তাহ বলে জানিয়েছে অ্যাপল। আগের নির্ধারিত তারিখ অনুসারে চীনসহ বিশ্বে ২২ সেপ্টেম্বর বাজারে ছাড়া হতো আইফোন ১৫ প্রো ম্যাক্স।

চীনের বাজারে আগে ছাড়া হলেও যুক্তরাষ্ট্রের বাজারে ছাড়া হতে পারে আরও পরে। দেশটির আইফোন ১৫ প্রো ম্যাক্স ক্রেতাদের অপেক্ষা করতে হতে পারে ৬ থেকে ৭ সপ্তাহ। জাপানের ক্রেতাদের অপেক্ষা করতে হতে পারে ৫ থেকে ৬ সপ্তাহ।

ট্রাম্পের পর এবার ক্রিপ্টো ব্যবসায় নামলেন মেলানিয়া

বিশ্বে প্রথম মানব-রোবট ম্যারাথন হবে চীনে

যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের টানতে টিকটকের মতো ফিচার নিয়ে এল ইনস্টাগ্রাম

যুক্তরাষ্ট্রে ফের সচল হতে শুরু করেছে টিকটক

যেভাবে পৃথিবীর সবচেয়ে বিতর্কিত অ্যাপে পরিণত হলো টিকটক

২০৩০ সালের মধ্যে ৬০ লাখ আইটি পেশাদার তৈরি করবে সরকার

চলতি বছরে শক্তিশালী ব্যাটারি প্রযুক্তি নিয়ে আসবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ফুঁ দিয়ে গরম কফি ঠান্ডা করে দেবে এই বিড়াল রোবট

এক্সের অ্যালগরিদম সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

সেকশন