হোম > প্রযুক্তি > গ্যাজেট

ক্র্যাশ হতে পারে আইফোন, ভুলেও টাইপ করবেন না এই চার অক্ষর

অনলাইন ডেস্ক

নতুন এক সফটওয়্যার ত্রুটির কারণে আইফোন ও আইপ্যাড সাময়িকভাবে ক্র্যাশ করছে। ডিভাইসগুলোতে মাত্র চারটি অক্ষর একসঙ্গে টাইপ করলে বাগটি বা ত্রুটিটি সক্রিয় হয়। তবে বর্তমানে ডিভাইসগুলোতে কোনো গুরুতর সমস্যা তৈরি করছে না ত্রুটিটি।

গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ত্রুটিটি সম্পর্কে জানান একজন সফটওয়্যার নিরাপত্তা বিশেষজ্ঞ। তার মতে, আইফোনে বা আইপ্যাডের নির্দিষ্ট তিনটি স্থানে চারটি অক্ষর (“”::) এই ক্রমে টাইপ করলে অ্যাপলের মোবাইল ইউজার ইন্টারফেস ‘স্প্রিংবোর্ড’ ক্র্যাশ করে। অর্থাৎ উদ্ধৃতি চিহ্ন দুটির পর দুটি কোলন ব্যবহার করলে আইফোন ও আইপ্যাডের হোম স্ক্রিন ক্র্যাশ করবে।

যেসব জায়গায় এটি টাইপ করলে হোম স্ক্রিন ক্র্যাশ করবে সেগুলো হলো—
১. হোম স্ক্রিনের সার্চবার।
২. অ্যাপ লাইব্রেরির সার্চবার।
৩. সেটিংস অ্যাপে সার্চবার।

এসব জায়গায় প্রথম তিনটি অক্ষর টাইপ করলে বাগটি সক্রিয় হয় এবং শেষ অক্ষর টাইপ করা হলে ডিভাইস ক্র্যাশ করে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেটের প্রতিবেদনে বলা হয়, আইওএস ১৮ বেটার অপারেটিং সিস্টেমের বাগটি কাজ করে না। এই ত্রুটি আইওএস ১৮.০ ডেভেলপার বেটা ৭ এবং আইওএস ১৮.১ ডেভেলপার বেটা ২–তে পাওয়া যায়নি বলে দাবি করেছেন সিনেটের প্রতিবেদক।

আইপ্যাড প্রো (৩য় প্রজন্ম) এর আইপ্যাডওএস ১৭.৬. ১ সংস্করণের হোম স্ক্রিনের সার্চ বারে ত্রুটিটি দেখা না গেলেও, অ্যাপ লাইব্রেরি সার্চবার ও সেটিংস অ্যাপ সার্চবার থেকে স্প্রিংবোর্ড ক্র্যাশ করে এবং ডিভাইসটিকে স্বয়ংক্রিয়ভাবে লক স্ক্রিনে ফিরিয়ে নিয়ে যায়।

এটি প্রথমবার নয় যখন অক্ষরের জন্য আইফোনে সমস্যা দেখা গেছে। ২০২০,২০১৮, ২০১৭ এবং ২০১৫ সালে আইফোন ব্যবহারকারীদের সমস্যায় ফেলেছে এই ধরনের ‘টেক্সট বম্বস’ বা অক্ষর বিষয়ক ত্রুটি। তবে নতুন ত্রুটিটি সাধারণ বলে মনে হচ্ছে। এটি কিছু পুরোনো ত্রুটির মতো নয় যার মাধ্যমে দূর থেকে হ্যাকাররা ডিভাইসতে ক্র্যাশ করে।

গবেষকেরা বলছেন, এটি কোনো নিরাপত্তাবিষয়ক সমস্যা নয়। তবে ত্রুটিটি সম্পর্কে এখনো কোনো মন্তব্য করেনি অ্যাপল।

তথ্যসূত্র: টেকক্রাঞ্চ ও সিনেট

ভবিষ্যতের অদ্ভুত ৬ গ্যাজেট

২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার পোকো এক্স ৭ সিরিজ, দাম ও স্পেসিফিকেশন

ব্যক্তিগত পর্যায়ে ব্যবহারের জন্য এআই সুপারকম্পিটার তৈরি করল এনভিডিয়া

‘রোলেবল’ ডিসপ্লের ল্যাপটপ আনল লেনেভো, স্ক্রিন ছোট-বড় করা যাবে ইচ্ছেমতো

এক্সিনস নয়, গ্যালাক্সি এস ২৫ সিরিজে থাকবে স্ন্যাপড্রাগনের চিপসেট

আইফোনের নতুন ও সাশ্রয়ী মডেল আনছে অ্যাপল, কিন্তু নাম বদলাচ্ছে

গ্যালাক্সি এস ২৫ সিরিজে বিনামূল্যে জেমিনি এআই ব্যবহারের সুযোগ দেবে স্যামসাং

নতুন বছরের ৭ গ্যাজেট

ভিভোর নতুন ফ্ল্যাগশিপ এক্স২০০ এল দেশে

২০২৫ সালের শুরুতে অ্যাপলের যে পাঁচটি নতুন পণ্য উন্মোচন হবে

সেকশন