হোম > প্রযুক্তি > গ্যাজেট

‘স্লাইডেবল’ পিসি নির্মাণে কাজ করছে স্যামসাং-ইনটেল

অনলাইন ডেস্ক

‘স্লাইডেবল’ পিসি নির্মাণের লক্ষ্যে একসঙ্গে কাজ করছে প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং ও ইনটেল। সম্প্রতি এই প্রযুক্তি ভাবনার কথা জানিয়েছে প্রতিষ্ঠান দুটি।

গত ২৭ সেপ্টেম্বর ইনটেলের ‘ইনোভেশন’ আয়োজনের মঞ্চে স্যামসাং ডিসপ্লের প্রধান নির্বাহী জেএস চই ১৩ ইঞ্চির একটি ট্যাবলেট পিসির প্রোটোটাইপ নিয়ে এসেছিলেন, যেটি স্লাইড করলে ১৭ ইঞ্চির মনিটরে পরিণত হয়।

 চই বলেন, ‘আমরা পিসির জন্য পৃথিবীর প্রথম ১৭ ইঞ্চি স্লাইডেবল ডিসপ্লের ঘোষণা দিচ্ছি, এই ডিভাইসটি বড় স্ক্রিন আর সহজে বহনযোগ্যতার সুবিধা দেবে।’

প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদনে জানা যায়, আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, পিসির ক্ষেত্রে ‘ফোল্ডেবল’ ডিসপ্লে বানানোর বদলে ‘স্লাইডেবল’ ডিসপ্লে প্রযুক্তির দিকে ঝুঁকছে স্যামসাং।

পিসির আকার ও গঠনে নতুনত্ব আনতে বেশ কয়েক বছর ধরেই কাজ করছে ইনটেল। মাইক্রোসফট ফোল্ডেবল ডিভাইসের জন্য উইন্ডোজ ১০ এক্স পরিকল্পনা বাতিল করার আগ পর্যন্ত ইনটেল দুই স্ক্রিনের এবং ফোল্ডেবল ডিসপ্লে নিয়ে কাজ করছিল।

স্যামসাং ডিসপ্লে ও ইনটেল সম্প্রতি যে ১৩ ইঞ্চির ট্যাবলেট পিসি দেখিয়েছে কার্যত এটি স্লাইডিং মেকানিজমের মাধ্যমে একটি ১৭ ইঞ্চি আকারের ফ্লেক্সিবল মনিটরে পরিণত হয়।

‘স্লাইডেবল পিসি’ নির্মাণের বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়েই আছে। এটি কবে নাগাদ বাজারে আসবে সে প্রসঙ্গে কোনো তথ্য দেয়নি ইনটেল ও স্যামসাং। 

ভবিষ্যতের অদ্ভুত ৬ গ্যাজেট

২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার পোকো এক্স ৭ সিরিজ, দাম ও স্পেসিফিকেশন

ব্যক্তিগত পর্যায়ে ব্যবহারের জন্য এআই সুপারকম্পিটার তৈরি করল এনভিডিয়া

‘রোলেবল’ ডিসপ্লের ল্যাপটপ আনল লেনেভো, স্ক্রিন ছোট-বড় করা যাবে ইচ্ছেমতো

এক্সিনস নয়, গ্যালাক্সি এস ২৫ সিরিজে থাকবে স্ন্যাপড্রাগনের চিপসেট

আইফোনের নতুন ও সাশ্রয়ী মডেল আনছে অ্যাপল, কিন্তু নাম বদলাচ্ছে

গ্যালাক্সি এস ২৫ সিরিজে বিনামূল্যে জেমিনি এআই ব্যবহারের সুযোগ দেবে স্যামসাং

নতুন বছরের ৭ গ্যাজেট

ভিভোর নতুন ফ্ল্যাগশিপ এক্স২০০ এল দেশে

২০২৫ সালের শুরুতে অ্যাপলের যে পাঁচটি নতুন পণ্য উন্মোচন হবে

সেকশন