চেয়ারম্যান স্যার: এটাই কি আপনার পিএসসিতে প্রথম ভাইভা?
আমি: জি স্যার।
চেয়ারম্যান স্যার: আপনার প্রথম পছন্দ তো প্রশাসন। এই সার্ভিসের ইতিহাস সম্পর্কে কি কিছু জানেন?
আমি: কিছুটা জানি স্যার। ব্রিটিশ শাসনামলে আইএএস এবং পাকিস্তান শাসনামলে ছিল সিএসপি অফিসার।
চেয়ারম্যান স্যার: প্রশাসন ক্যাডারের মাঠপর্যায়ের পদ সম্পর্কে বলুন।
আমি: সহকারী কমিশনার-সিনিয়র সহকারী কমিশনার (স্যার যুক্ত করেন অবলিক ইউএনও)। জি স্যার বলে সম্মতি দিই।
চেয়ারম্যান স্যার: রবীন্দ্রনাথ ঠাকুরের এক ভাই সিভিল সার্ভিস অফিসার ছিলেন। জানেন?
আমি: জি স্যার (হাসি দিয়ে)।
চেয়ারম্যান স্যার: তাঁর নামটা জানেন?
আমি: সত্যেন্দ্রনাথ ঠাকুর (কিছুটা দ্বিধায় ছিলাম। স্যারের রেসপন্সে সাহস পাই)।
[এরপর চেয়ারম্যান স্যার এক্সটার্নাল -১-এর কাছে রেফার করেন]।
এক্সটার্নাল-১: আপনার স্নাতকোত্তরের বিষয় কী?
আমি: এন্টমোলজি।
এক্সটার্নাল-১: What is metamorphosis?
আমি: Metamorphosis is the process of transformation from the larva to the juvenile life stage.
এক্সটার্নাল-১: How many types of metamorphosis?
আমি: There are two types of metamorphosis. Complete and incomplete metamorphosis.
■ Complete metamorphosis —Egg-larva-pupa-adult.
■ Incomplete metamorphosis—Egg-nymph-adult.
এক্সটার্নাল-১: What is standard deviation?
আমি: Sorry sir.
এক্সটার্নাল-১: Explain IPM.
আমি: Sir, Integrated Pest Management is a sustainable and environment friendly practice of pest management. (চেয়ারম্যান স্যার এই পর্যায়ে আবার প্রশ্ন করতে শুরু করেন। কিছু আলোচনার পর—)
চেয়ারম্যান স্যার: পাটের উৎপাদনে কত তাপমাত্রা প্রয়োজন?
আমি: ২৫-৩৫ ডিগ্রি সেলসিয়াস।(এক্সটেনশন এডুকেশন নিয়ে একটা প্রশ্ন করেছিলেন, যা আমি বুঝতে না পারায় সরি বলি)।
চেয়ারম্যান স্যার: ডেটা কালেকশন করেছেন?
আমি: জি স্যার। গ্র্যাজুয়েশনের সময় ব্যবহারিক ছিল।(এই রিলেটেড নিয়ে স্যারের অভিজ্ঞতা শেয়ারসহ অনেক আলোচনা করেন)।
চেয়ারম্যান স্যার: কৃষিতে নারীর অবদান নিয়ে আপনার মতামত জানান।
আমি: (হোম গার্ডেনে নারীর অবদান সবচেয়ে বেশি উল্লেখ করে ইতিবাচক মন্তব্য করি)।
চেয়ারম্যান স্যার: আপনি কি নারীর অবদান নিয়ে গর্বিত?
আমি: (হাসিমুখে) জি স্যার।
চেয়ারম্যান স্যার: লিডারশিপের কোয়ালিটি সম্পর্কে বলুন।
আমি: স্ট্র্যাটেজিক থিংকিং, কমিউনিকেশন স্কিল, উদ্যমী (এটুকু বলার পর স্যার নিজে কিছু আলোচনা করেন)।
চেয়ারম্যান স্যার: শ্রীলঙ্কা-সংকটের কৃষিবিষয়ক কারণ ব্যাখ্যা করুন।
আমি: শ্রীলঙ্কা সরকার রাসায়নিক সার ব্যবহারের পরিবর্তে অরগানিক চাষাবাদ শুরু করে। ফলে কৃষিতে ফলন কমে যায়। চাহিদা পূরণে খাদ্যশস্য আমদানি বৃদ্ধি করতে হয়, যা ডলার-সংকট আরও প্রকট করে।
চেয়ারম্যান স্যার: What is organic farming?
আমি: Organic farming is an agricultural method that doesn’t make use of chemical fertilizer and pesticide.
চেয়ারম্যান স্যার: How do you inspired farmers in your locality as a UNO for organic farming?
আমি: (পরিবেশ ও স্বাস্থ্যের ঝুঁকির কথা উল্লেখ করে নিজের মতো বলার চেষ্টা করেছি)।
চেয়ারম্যান স্যার: কেমিক্যাল ইনসেকটিসাইড আমাদের কী ক্ষতি করে?
আমি: খাদ্য শৃঙ্খলে প্রভাব বিস্তার করে। কীটনাশকে থাকা ভারী ধাতু ক্যানসারসহ মানব দেহে নানা রোগ সৃষ্টি করে। মাটি ও পানি দূষণ করে।
চেয়ারম্যান স্যার: সিস্টেমিক ইনসেকটিসাইড কীভাবে কাজ করে?
আমি: সিস্টেমিক ইনসেকটিসাইড উদ্ভিদের মাধ্যমে শোষিত হয় এবং এমন উদ্ভিদে পোকা আক্রমণ করলে স্টমাক পয়জনের ফলে মারা যায়।
চেয়ারম্যান স্যার: কোন ধরনের পোকা দমনে কার্যকর?
আমি: স্যার, ক্যাটারপিলার, এফিড প্রভৃতি ।
চেয়ারম্যান স্যার: স্মোক কখন ব্যবহৃত হয়?
আমি: ইনডোর ইনসেক্ট দমনে।
চেয়ারম্যান স্যার: ধোঁয়ায় (স্মোক) মশা মারা যায় কোন কারণে?
আমি: মশার রেসপিরেটরি ডেমেজ হলে।(এরপর স্যার এক্সটার্নাল-২-কে প্রশ্ন করতে বলেন)
এক্সটার্নাল-২: ইউএনও হিসেবে কোন কাজটা করতে চাও কৃষির সঙ্গে সম্পর্কিত করে।
আমি: স্যার, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের গৃহীত নীতিমালা বাস্তবায়নে কাজ করতে চাই।
এক্সটার্নাল-২: প্রোডাকশন বাড়াতে কী কী পরামর্শ দেবে?
আমি: একই জমিতে এক বছরে অধিক ফসল ফলানোর জন্য স্বল্প জীবনকালের ফসলের জাত উদ্ভাবনে গুরুত্ব দিতে হবে (ক্রপিং ইনটেনসিটি টার্ম বলার পর চেয়ারম্যান স্যার এক্সটার্নাল-২ ম্যাডাম বুঝবেন, এমন ভাষায় বলতে বললেন)। কৃষি যান্ত্রিকীকরণ, কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতি ও প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ ও উৎসাহিত করতে হবে। সমলয় পদ্ধতিতে চাষাবাদের প্রসার ঘটাতে হবে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ফসলের রোগবালাই চিহ্নিত করতে হবে।
চেয়ারম্যান স্যার: অনেক সময় হয়ে গেল। যাও, তোমার ভাইভা ডান।
আমি: কাগজপত্র নিয়ে ধন্যবাদ দিয়ে প্রস্থান করি।