খুলনা প্রতিনিধি
শিক্ষকের মৃত্যুকে কেন্দ্র করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) আগামী সোমবার (১৩ ডিসেম্বর) পর্যন্ত ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আজ শুক্রবার বিকেল ৪টার মধ্যে শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
দুপুরে কুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রকৌশলী আনিসুর রহমান ভূঁঞা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুয়েটের ৭৬তম জরুরি সিন্ডিকেট সভায় সবার সিদ্ধান্ত মোতাবেক ড. সেলিম হোসেন অস্বাভাবিক মৃত্যুর ঘটনা সুষ্ঠু তদন্তের জন্য ও বিশ্ববিদ্যালয়ের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কায় ৩ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হলো।
শুক্রবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সিন্ডিকেট সভা শুরু হয়। এ সময় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সভায় উপাচার্যসহ সিন্ডিকেট সদস্যরা অংশ নেন।
এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. সেলিম হোসেনের রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ীদের শাস্তির দাবিতে অচলাবস্থার সৃষ্টি হয় কুয়েটে। গতকাল বৃহস্পতিবার শিক্ষকেরা একাডেমিক কার্যক্রমে অংশ নেননি। সারা দিনই ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীরা পৃথকভাবে অবস্থান কর্মসূচি ও শোক র্যালি করেছেন। উদ্ভূত পরিস্থিতিতে জরুরি সিন্ডিকেট সভা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।