শিক্ষা ডেস্ক
২০২৩-২৪ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২৪টি সরকারি, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি শুরু হয়েছে। এসব বিশ্ববিদ্যালয়গুলোতে শ্রেণি পাঠদান শুরু হবে ২০ অক্টোবর থেকে। এ বিষয়ে নিজ নিজ বিশ্ববিদ্যালয় সুবিধা অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করবে।
গুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলো কোটাসহ চূড়ান্ত ভর্তি সম্পন্ন করবে।