বিনোদন প্রতিবেদক, ঢাকা
জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী বর্তমানে গানের পাশাপাশি অভিনেত্রী হিসেবেও কাজ করছেন। আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কথা হয় তাঁর সঙ্গে।
অভিনেত্রী হিসেবে বিনোদন জগতে কাজ করা নিরাপদ কিনা জানতে চাওয়া হয় পড়শীর কাছে। আজকের পত্রিকাকে পড়শী বলেন, ‘আসলে নিরাপদ নারী-পুরুষ আমরা কেউই না। তবে আমার কাছে মনে হয় এখন বিশ্ব আগের জায়গায় নেই। প্রতিটা মানুষ এখন সচেতন।’
পড়শী আরও বলেন, ‘এ বিষয়ে মুখ্য ভূমিকা পালন করবে পরিবার। আমি মনে করি প্রত্যেকটি পরিবারের উচিত তাঁদের মেয়ে শিশুকে ছোট থেকেই তাঁর নিরাপত্তার বিষয়গুলো সম্পর্কে শিক্ষা প্রধান করা। আসলে এ পৃথিবীতে কেউ শতভাগ নিরাপদ না।’
পড়শী তাঁর নারী দর্শকদের উদ্দেশ্যে বলেন, ‘পরিবারকে প্রাধান্য দিতে শিখুন। দিন শেষে তাঁরাই আমাদের নিরাপদ আশ্রয়স্থল।’
২০০৮ সালে ‘ক্ষুদে গানরাজ’র ২য় রানার আপ হওয়ার মাধ্যমে মূলত সংগীতজীবন শুরু করেন পড়শী। ২০০৯ সালে তিনি তাঁর একক অ্যালবাম ‘পড়শী’ দিয়ে শ্রোতাপ্রিয়তা পান। প্রথম অ্যালবাম প্রকাশের পর ২০১১ থেকে প্লেব্যাক গায়িকা হিসেবে কাজ শুরু করেন পড়শী। ২০১২ সালের ১৪ ফেব্রুয়ারি তাঁর দ্বিতীয় একক অ্যালবাম ‘পড়শী ২’ মুক্তি পায়। ২০১২ সালে পড়শী ‘বর্ণমালা’ নামে একটি ব্যান্ড দল গঠন করেন। ২০১৩ সালের ঈদুল ফিতরে তার তৃতীয় একক অ্যালবাম ‘পড়শী ৩’ মুক্তি পায়। এই অ্যালবামের ‘জনম জনম’, ‘হৃদয় আমার’, ‘লাভ স্টেশন’ শিরোনামের গানগুলি বেশ জনপ্রিয়তা পায়।