বিনোদন ডেস্ক
ঢাকা: ব্রিটিশ তারকা সংগীতশিল্পী এড শিরান। ‘থিংকিং আউট লাউড’, ‘ফটোগ্রাফ’, ‘শেপ অব ইউ’সহ অনেক সফল ও আলোচিত গান লিখেছেন ও গেয়েছেন কোঁকড়া চুলের শিরান। মাঝে বিরতি নিয়েছিলেন। ফিরেছেন সদর্পে।
১. সপ্তাহজুড়ে এড শিরানকে টেলিভিশনে দেখা যাবে। জেমস কর্ডেনের জনপ্রিয় ‘দ্য লেট লেট শো’তে উপস্থিত হবেন। ২৮ জুন সিবিএস চ্যানেলে শুরু হবে তাঁর উপস্থিতি। আগামী ৪ জুলাই পর্যন্ত দেখা যাবে তাঁকে। শোতে উপস্থিত হওয়ার আগে ২৫ জুন প্রকাশ হবে তাঁর নতুন গান ‘ব্যাড হ্যাভিট’।
২. গত মাসে ডিজে হিসেবে অভিষেক ঘটেছে শিরানের। বন্ধু প্যাসেঞ্জারের গান ‘সোর্ড ফর্ম দ্য স্টোন’-এর রিমিক্স করেছেন তিনি। শিরান ও প্যাসেঞ্জারের বহুদিনের বন্ধুত্ব।
৪. বিরতি ভেঙে গত বছর প্রকাশ পেয়েছে শিরানের গান ‘আফটার গ্লো।’ গানটি প্রশংসিত হয়েছে শ্রোতামহলে।
৫. শিরানের প্রথম সিঙ্গেল ‘দ্য এ টিম’ বের হয় ২০১১ সালে, সেটাই পরে আসে প্রথম অ্যালবাম ‘প্লাস (+)’-এর অন্যতম প্রধান গান হয়ে। অস্ট্রেলিয়া, জার্মানি, জাপান, লুক্সেমবার্গসহ অনেক দেশেই শিরানের প্রথম অ্যালবাম ছিল বিক্রির শীর্ষে।