বিনোদন ডেস্ক
প্রথমবারের মতো ওয়েব দুনিয়ায় পা রাখতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে বাংলা নয়, হিন্দি দিয়েই ওয়েবে তাঁর যাত্রা শুরু হচ্ছে। জানা গেছে, বিক্রমাদিত্য মোতওয়ানের ‘স্টারডাস্ট’ ওয়েব সিরিজে অভিনয় করবেন প্রসেনজিৎ।
আলোচিত সিরিজ ‘সেক্রেড গেমস’-এর অন্যতম পরিচালক বিক্রমাদিত্য। এর আগে তিনি ‘দেব ডি’, ‘উড়ান’, ‘লুটেরা’, ‘একে ভার্সেস একে’র মতো ছবি বানিয়েছেন। প্রযোজনা করেছেন অসংখ্য প্রশংসিত ছবি। প্রসেনজিৎকে ফোন করে তিনি ‘স্টারডাস্ট’ ওয়েব সিরিজে অভিনয়ের প্রস্তাব দিয়েছেন। সব শুনে প্রসেনজিৎ রাজি হয়েছেন এতে অভিনয় করতে। প্রস্তুতিও শুরু করে দিয়েছেন।
টালিউডের অনেকে এরই মধ্যে ওয়েব সিরিজে মুখ দেখিয়েছেন। তবে প্রসেনজিৎ ছিলেন শুধু সিনেমা নিয়েই। ‘স্টারডাস্ট’ ওয়েবে বুম্বার প্রথম কাজ। এই ওয়েব সিরিজ নির্বাচনের পেছনে কী ভাবনা কাজ করেছিল?
‘স্টারডাস্ট’ সিরিজের ভাষা যেহেতু হিন্দি, তাই আলাদা করে প্রস্তুতির দরকার আছে। যদিও তিনি এর আগে হিন্দি ছবি করেছেন, তবু নতুন কোনো কাজ এলে প্রয়োজনে তিনি হিন্দি বা ইংরেজি শেখার ক্লাস করেন। প্রসেনজিৎ জানিয়েছেন, এই সিরিজে অভিনয়ের জন্য বুধ ও শুক্রবার হিন্দি শেখার ক্লাস চলছে। তাঁকে হিন্দি শেখাচ্ছেন নিবেদিতা ভট্টাচার্য নামের এক শিক্ষিকা।
বম্বে টকিজ তৈরির সময়কে ভিত্তি করে এগোবে এই ওয়েব সিরিজের গল্প। সিরিজে কেমন চরিত্র পাচ্ছেন তিনি?
বেশি কিছু বলতে পারব না। নাম শ্রীকান্ত রায়। ঐতিহাসিক চরিত্র। চিত্রনাট্যে যা আছে, তার ৫০ শতাংশ আমি ফুটিয়ে তুলতে পারলে দর্শকদের মনে থাকবে। `গডফাদার' ছবিতে আল পাচিনো যে সুযোগ পেয়েছিলেন, হয়তো আমার কাছে এটা সেই সুযোগ।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়