হোম > ফ্যাক্টচেক > বিদেশ

তালেবানের বিজয় উদযাপন নিয়ে বিভ্রান্তিকর ভিডিও

ফ্যাক্টচেক ডেস্ক

তালেবানরা সম্প্রতি আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে দেশটি। নানা ছবি, ভিডিও ও তথ্য প্রতি মুহূর্তে আপলোড করা হচ্ছে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে। অনেকেই পুরোনো, অসত্য বা ভিন্ন ঘটনার ভিডিও ও ছবি পোস্ট করে বিভ্রান্তি ছড়াচ্ছেন।

নাচের ভিডিওটি কাবুল জয়ের নয়, পাকিস্তানের উৎসবের
তালেবানদের কাবুল দখলের পরপরই ফেসবুকে একটি নাচের ভিডিও ভাইরাল হয়। দাবি করা হয়, এটি আফগানিস্তানের তালেবান সদস্যদের বিজয় উৎসবের ভিডিও। ক্যাপশনে লেখা হয়, ‘কাবুল দখলের পর আফগান জনগণ যখন জীবন বাঁচানোর জন্য দিগ্‌বিদিক পালাচ্ছে তখন তালেবান জঙ্গিদের উন্মুক্ত ডিজে ড্যান্স।’ ভিডিওটিতে কয়েকজন ব্যক্তিকে অস্ত্র হাতে নাচতে দেখা যায়।

কিন্তু, রিভার্স সার্চে দেখা যায়, ভিডিওটি সাম্প্রতিক নয়। ‘ডিজে বান্নু ড্যান্স’ নামের একটি ইউটিউব চ্যানেলে মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের একটি জেলার নাম বান্নু। গত ২৫ মার্চ আপলোড করা ভিডিওটি মূলত পাকিস্তানের পশতু আদিবাসী মারওয়াতদের একটি উৎসবের

সিরীয় বিদ্রোহীদের ইদলিব শহর দখলের ভিডিও কাবুলের বলে প্রচার
ফেসবুকে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে, কিছু সশস্ত্র লোক রাস্তায় সিজদা করছেন। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘আমি মক্কা বিজয় দেখিনি তবে দেখলাম কাবুল বিজয়। আফগান ও তালেবানের নতুন খবর। ইতিমধ্যে তালেবানেরা আফগানিস্তানের বিভিন্ন জায়গা দখল করে নিয়েছে।’

ভিডিওতে দেখা যাচ্ছে, একদল সশস্ত্র লোক অস্ত্র উঁচিয়ে উল্লাস করছে এবং স্লোগান দিচ্ছে। এরপর প্রচুর গুলির শব্দ। ভিডিওর এক অংশে দেখা যায় উঁচু একটি দণ্ড থেকে পতাকা নামানো হচ্ছে। তবে পতাকাটি অস্পষ্ট।

এই ভিডিওটিও সাম্প্রতিক নয়। এমনকি আফগানিস্তানেরও নয়। রিভার্স ইমেজ সার্চে দেখা যায়, মূল ভিডিওটি ডিইথ্রিটিএনএ নামের একটি ইউটিউব চ্যানেলে ২০১৫ সালের ২৮ মার্চ আপলোড করা হয়। আরবি ভাষায় লেখা ক্যাপশন থেকে জানা যায়, এটি সিরিয়ার ইদলিব শহরের হানানো স্কয়ার নিয়ন্ত্রণে নেওয়ার দৃশ্য।

২০১৫ সালের ২৯ মার্চ কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সে সময় আল কায়েদার সিরিয়া শাখা এবং সিরীয় বিদ্রোহী যোদ্ধারা যৌথ অভিযানে ইদলিব শহর দখল করেছিল। প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীর কাছ থেকে প্রথমবারের মতো দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় শহরটির দখল নিয়েছিল আল কায়েদাসহ বিদ্রোহীরা।

আল জাজিরায় প্রকাশিত তুলনামূলক স্পষ্ট ভিডিও থেকে সহজেই বোঝা যায়, উঁচু দণ্ড থেকে নামানো পতাকাটি আফগানিস্তানের নয়, এটি সিরিয়ার। সিরিয়ার পতাকায় লম্বালম্বিভাবে লাল, সাদা ও কালো তিনটি রঙ্গের মাঝে দুটি সবুজ তারকা রয়েছে। আল জাজিরার ফুটেজে সেটি মোটামুটি স্পষ্ট।

তালেবানদের শোকরানা নামাজ আদায়ের ছবি নয় এটি
খোলা মাঠে বেশ কিছু মানুষের নামাজ আদায়ের একটি ছবি ফেসবুকে শেয়ার করে দাবি করা হচ্ছে, কাবুল জয়ের পর তালেবানদের শোকরানা নামাজ আদায়ের ছবি এটি।

গুগলে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ছবিটি খুঁজে পাওয়া যায় যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) অনলাইন আর্কাইভেছবিটি এপির আলোকচিত্রী রহমত গুলের তোলা। ২০১২ সালের ২৬ অক্টোবর আফগানিস্তানের জালালাবাদে ছবিটি তোলেন তিনি।

ক্যাপশন থেকে জানা যায়, আফগানিস্তানের কাবুলের পূর্বে জালালাবাদে একটি মসজিদের বাইরে আফগানরা ঈদুল আজহার নামাজ আদায়ের ছবি এটি।

মার্কিন সাময়িকী দ্য আটলান্টিকে ২০১২ সালের ২ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনেও এপির সৌজন্যে ছবিটি প্রকাশিত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

লস অ্যাঞ্জেলেসের দাবানল ঠেকাতে আজান— ভাইরাল ভিডিওটি পাকিস্তানের

লস অ্যাঞ্জেলেসে আগুন নেভাতে গিয়ে বিমান বিধ্বস্ত হয়নি, ভাইরাল ভিডিওটি চিলির

ঢাকায় কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষকে হিন্দু নির্যাতনের ঘটনা দাবি বিজেপি নেতার

নূর হোসেন দিবসে রক্তাক্ত কৃষক লীগের নেত্রীকে ‘ধর্ষিত হিন্দু নারী’ বলে এক্সে ভারতীয়দের গুজব

নাসার মহাকাশযান মেরিনার ১ কোডিংয়ে হাইফেনের ভুলে ধ্বংস হয়নি, সত্যিটা জানুন

ভারতের নির্বাচন: বাংলাদেশি আলেমের পুরোনো ভিডিও দেখিয়ে মুসলিম বিদ্বেষী প্রচার

‘ভারতে জাল ভোট দিতে কৃত্রিম আঙুল’, ভাইরাল ছবিটির নেপথ্যে

‘হিট স্ট্রোকে ফেরিওয়ালার মৃত্যু’ দাবিতে ভাইরাল ছবিটি ছয় বছরের পুরোনো

নির্বাচনী প্রচারণার পাঁচ দিনে মোদির যত মিথ্যাচার, লাগাম পরাবে কে

‘ডলি চাইওয়ালা’ উইন্ডোজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, বিল গেটস কি এমন ঘোষণা দিয়েছেন?

সেকশন