হোম > প্রযুক্তি

দুর্গম এলাকায় ইন্টারনেট সেবা দিবে বঙ্গবন্ধু ১:আইসিটি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ঢাকা : দেশের দুর্গম ইউনিয়নগুলোয় বঙ্গবন্ধু ১ স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

রোববার (২ মে) আইসিটি মন্ত্রণালয়ের উদ্যোগে ভার্চ্যুয়াল পরিসরে অনুষ্ঠিত `কানেক্টেড বাংলাদেশ' প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রকল্পের উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে জানানো হয়, ইউনিয়ন পর্যায়ের টেলিযোগাযোগ সুবিধা বঞ্চিত এলাকাগুলোকে ব্রডব্যান্ড ইন্টারনেটের আওতায় আনাই কানেক্টেড বাংলাদেশ প্রকল্পের উদ্দেশ্য। বিটিআরসির সামাজিক দায়বদ্ধতা তহবিলের অর্থায়নে গৃহীত প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। এর আওতায় ব্রডব্যান্ড নেটওয়ার্কে যুক্ত হবে দেশের দুর্গম এলাকার ৬১৭টি ইউনিয়ন।

অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, চতুর্থ শিল্পবিপ্লবে ইন্টারনেট আমাদের মৌলিক চাহিদা পূরণের হাতিয়ার। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সেবা ছড়িয়ে দিতে বিটিসিএল ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কাজ করছে।এ প্রকল্পের মাধ্যমে মোট ৩ হাজার ৮০০টি ইউনিয়নকে অপটিক্যাল ফাইবারের আওতায় আনা হয়েছে। তিনি বলেন, `খুব দ্রুতই আমাদের মূল অবকাঠামোগত উন্নয়ন শেষ হবে। বাকি ইউনিয়নগুলোকে বঙ্গবন্ধু ১ স্যাটেলাইটের সঙ্গে যুক্ত করা হবে।'

২০২১ সালের মধ্যেই সাড়ে চার হাজার ইউনিয়নকে অপটিক্যাল ফাইবারের আওতায় আনা হবে জানিয়ে জিয়াউল আলম বলেন, এর মাধ্যমে দুর্গম অঞ্চলগুলোতে ই–কমার্স, ই-সার্ভিস, টেলিমেডিসিন সেবার প্রসার ঘটবে। এতে সংশ্লিষ্ট অঞ্চলগুলোর শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কানেক্টেড বাংলাদেশ প্রকল্পের পরিচালক জগদীশ চন্দ্র সরকার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক পার্থ প্রতিম দেব ও বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার।

২০৩০ সালের মধ্যে ৬০ লাখ আইটি পেশাদার তৈরি করবে সরকার

চলতি বছরে শক্তিশালী ব্যাটারি প্রযুক্তি নিয়ে আসবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ফুঁ দিয়ে গরম কফি ঠান্ডা করে দেবে এই বিড়াল রোবট

এক্সের অ্যালগরিদম সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

সরকারি কর্মকর্তাদের তথ্য হাতিয়ে নিতে রুশ হ্যাকারদের নয়া কৌশল

ফেসবুক প্রোফাইলে মিউজিক যুক্ত করবেন যেভাবে

স্যামসাংয়ের মিড রেঞ্জ ট্যাবের চিপসেট সম্পর্কে যা জানা গেল

সার্চ ইঞ্জিনের বাজারে আধিপত্য কমল গুগলের, মাইক্রোসফটের শেয়ার বাড়তি

ইউরোপীয় ইউনিয়নের ফ্যাক্টচেকিং আইন মানবে না গুগল

সেকশন