অনলাইন ডেস্ক
বিশ্বের প্রথম পরিবেশবান্ধব ট্রাক্টর আবিষ্কার করল লিথুয়ানিয়া এইউজিএ গ্রুপ। এই ট্রাক বায়োমিথেন ও বিদ্যুৎচালিত। এটি একটানা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিরতিহীন ভাবে চলতে সক্ষম।
এইউজিএ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা কাস্তুটিস জুসিয়াস বলেন, তিন বছর আগে আমরা দেখতে পাই, খামারে ব্যবহৃত জ্বালানি থেকে ৩০ শতাংশ কার্বন নির্গমন হত। কিন্তু এই দূষণের কোন সহজ সমাধান ছিল না। তাই উন্নত কৃষি প্রযুক্তি আবিষ্কারের মাধ্যমে টেকসই উন্নয়নের চিন্তা থেকে এই বায়োমিথেন ও বিদ্যুৎচালিত ট্রাক্টর উদ্ভাবন করতে সক্ষম হই।
তিনি আরও বলেন, এর ভেতর একটি বায়োমিথেন ব্যাটারি রয়েছে। এই ব্যাটারি মূলত অপেক্ষাকৃত কম সময়ের কাজে ব্যবহারের জন্য রাখা হয়েছে। এ ছাড়া দীর্ঘ সময় কাজ করার জন্য বিদ্যুৎ ব্যবহার করে কাজ করা যাবে।
উল্লেখ্য, এইউজিএ গ্রুপ ইউরোপের অন্যতম বড় একটি জৈব খাদ্য উৎপাদনকারী কোম্পানি। এই কোম্পানি পরিবেশবান্ধব খাদ্য উৎপাদনে কাজ করে থাকে।