অনলাইন ডেস্ক
ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স এ পর্যন্ত কয়েক হাজার স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করছে। অনেকেই এসব স্যাটেলাইট আকাশে উৎক্ষেপণ হতে দেখেছেন। আর এটি স্টারলিংক প্রকল্পের অংশ, যার লক্ষ্য মহাকাশ থেকে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে উচ্চ গতির ইন্টারনেট পরিষেবা সরবরাহ করা।
স্টারলিংক স্যাটেলাইটের বিশাল নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা সরবরাহ করে। পোর্টসমাউথ ইউনিভার্সিটির স্পেস প্রজেক্ট ম্যানেজার ড. লুসিন্ডা কিং বলেন, ‘যুক্তরাজ্যবাসী এই প্রকল্পের আওতায় ইতিমধ্যে রয়েছে, তবে আফ্রিকার মতো জায়গায় আরও অনেক বেশি মানুষ আছে।’
স্টারলিঙ্কের উপগ্রহগুলোকে পৃথিবীর চারপাশে নিম্ন-স্তরের কক্ষপথে রাখা হয়েছে যাতে উপগ্রহ এবং ভূমির মধ্যে সংযোগের গতি যতটা সম্ভব দ্রুত করা যায়।
স্পেসএক্স এ পর্যন্ত প্রায় ৩ হাজার স্টারলিংক স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করেছে।
প্রযুক্তির খবর সম্পর্কিত আরও পড়ুন: