হোম > প্রযুক্তি

নিঃসঙ্গতায় বন্ধু এআই

কুহেলী রহমান

সবাই ভালোবাসার যোগ্য, কিন্তু সবাই ভাগ্যবান নয়। কেউ কেউ একাকিত্বের মধ্য দিয়ে সময় পার করে। এটি অনেকের জন্য জীবনের কঠিন সময়ের একটি। ভালোবাসার খোঁজে ডেটিং অ্যাপের ওপর নির্ভর করে কেউ কেউ। তাতেও অনেকে মনের মতো সঙ্গী খুঁজে পায় না। মজার ব্যাপার হলো, একাকিত্ব কাটাতে লাখ লাখ নিঃসঙ্গ যুবকের ভরসা এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এক কোটির বেশি মানুষ ডাউনলোড করেছে এমন সব অ্যাপ, যেগুলো নিয়ন্ত্রণ করছে এআই চ্যাটবট,যেখানে নিজের মনের কথা প্রকাশ করার সুযোগ রয়েছে। আবার মনের সেই সব কথাকে স্ত্রী, বান্ধবী, প্রেমিকার মতো আচরণ করার কমান্ডও দেওয়া যায়!

এ রকমই একটি অ্যাপের নাম রেপ্লিকা। এর ব্যবহারকারীর সংখ্যা ২ লাখ ৫০ হাজার। এই অ্যাপের আবার একটি প্রো-ভার্সনও রয়েছে। এখানে এআই চ্যাটবটকে নিজের মনের কথা খুলে বলা যায়। নিঃসঙ্গ সময়ে করা যায় ভিডিও কিংবা ভয়েস কল। এমনকি ঘনিষ্ঠ সেলফি তুলতে চাইলে সেটাও তুলতে পারবেন ব্যবহারকারী।

বর্তমানে বহু সংস্থা (ডেটিং অ্যাপও) কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শুরু করেছে। যত দিন যাচ্ছে, ততই মানুষের চালচলন রপ্ত করছে এই প্রযুক্তি। এই প্রক্রিয়া প্রযুক্তিগত দিক থেকে ভালো খবর হলেও সমাজে শান্তি রক্ষার ক্ষেত্রে উদ্বেগজনক হয়ে উঠতে পারে যেকোনো সময়। ২০২৩ সালের শুরুতে এ রকমই একটি চ্যাটবট বেলজিয়ামের একজন ব্যক্তিকে আত্মহত্যা করতে উৎসাহিত করেছিল বলে তাঁর সাবেক স্ত্রী সংবাদমাধ্যমকে জানান। তিনি জানিয়েছিলেন, ওই চ্যাটবট তাঁর বন্ধু-পরিবার–সব হয়ে উঠেছিল। এমনকি তাঁকে ‘আমরা একসঙ্গে থাকব, স্বর্গে এক ব্যক্তি হয়ে’ এ ধরনের মেসেজ পাঠাত। 

এই অ্যাপগুলোর পেছনে যেসব সফটওয়্যার ইঞ্জিনিয়ার রয়েছেন, তাঁদের মতে, একাকিত্বের মহামারি কাটাতে কিংবা যেসব মানুষ বাস্তবে প্রিয়জন খুঁজে পাচ্ছেন না, তাঁরা এসব অ্যাপে আলাপচারিতা করতে স্বচ্ছন্দ বোধ করেন। তবে এই অ্যাপ নিয়ে যে সব নিঃসঙ্গ যুবক খুশি, তা-ও কিন্তু নয়।
একদল বিশেষজ্ঞ মনে করছেন, খুবই উদ্বেগজনক বিষয় হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবটের ফলে যুবকদের সামাজিকভাবে মেলামেশার চাহিদা বা দক্ষতা কমে যাচ্ছে। এটি বিশ্বজুড়ে বহু মানুষের জীবনধারায় নেতিবাচক প্রভাব ফেলেছে।

সূত্র: টেলিগ্রাফ, টাইমস অব ইন্ডিয়া

২০৩০ সালের মধ্যে ৬০ লাখ আইটি পেশাদার তৈরি করবে সরকার

চলতি বছরে শক্তিশালী ব্যাটারি প্রযুক্তি নিয়ে আসবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ফুঁ দিয়ে গরম কফি ঠান্ডা করে দেবে এই বিড়াল রোবট

এক্সের অ্যালগরিদম সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

সরকারি কর্মকর্তাদের তথ্য হাতিয়ে নিতে রুশ হ্যাকারদের নয়া কৌশল

ফেসবুক প্রোফাইলে মিউজিক যুক্ত করবেন যেভাবে

স্যামসাংয়ের মিড রেঞ্জ ট্যাবের চিপসেট সম্পর্কে যা জানা গেল

সার্চ ইঞ্জিনের বাজারে আধিপত্য কমল গুগলের, মাইক্রোসফটের শেয়ার বাড়তি

ইউরোপীয় ইউনিয়নের ফ্যাক্টচেকিং আইন মানবে না গুগল

সেকশন