কুহেলী রহমান
সবাই ভালোবাসার যোগ্য, কিন্তু সবাই ভাগ্যবান নয়। কেউ কেউ একাকিত্বের মধ্য দিয়ে সময় পার করে। এটি অনেকের জন্য জীবনের কঠিন সময়ের একটি। ভালোবাসার খোঁজে ডেটিং অ্যাপের ওপর নির্ভর করে কেউ কেউ। তাতেও অনেকে মনের মতো সঙ্গী খুঁজে পায় না। মজার ব্যাপার হলো, একাকিত্ব কাটাতে লাখ লাখ নিঃসঙ্গ যুবকের ভরসা এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এক কোটির বেশি মানুষ ডাউনলোড করেছে এমন সব অ্যাপ, যেগুলো নিয়ন্ত্রণ করছে এআই চ্যাটবট,যেখানে নিজের মনের কথা প্রকাশ করার সুযোগ রয়েছে। আবার মনের সেই সব কথাকে স্ত্রী, বান্ধবী, প্রেমিকার মতো আচরণ করার কমান্ডও দেওয়া যায়!
এ রকমই একটি অ্যাপের নাম রেপ্লিকা। এর ব্যবহারকারীর সংখ্যা ২ লাখ ৫০ হাজার। এই অ্যাপের আবার একটি প্রো-ভার্সনও রয়েছে। এখানে এআই চ্যাটবটকে নিজের মনের কথা খুলে বলা যায়। নিঃসঙ্গ সময়ে করা যায় ভিডিও কিংবা ভয়েস কল। এমনকি ঘনিষ্ঠ সেলফি তুলতে চাইলে সেটাও তুলতে পারবেন ব্যবহারকারী।
এই অ্যাপগুলোর পেছনে যেসব সফটওয়্যার ইঞ্জিনিয়ার রয়েছেন, তাঁদের মতে, একাকিত্বের মহামারি কাটাতে কিংবা যেসব মানুষ বাস্তবে প্রিয়জন খুঁজে পাচ্ছেন না, তাঁরা এসব অ্যাপে আলাপচারিতা করতে স্বচ্ছন্দ বোধ করেন। তবে এই অ্যাপ নিয়ে যে সব নিঃসঙ্গ যুবক খুশি, তা-ও কিন্তু নয়।
একদল বিশেষজ্ঞ মনে করছেন, খুবই উদ্বেগজনক বিষয় হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবটের ফলে যুবকদের সামাজিকভাবে মেলামেশার চাহিদা বা দক্ষতা কমে যাচ্ছে। এটি বিশ্বজুড়ে বহু মানুষের জীবনধারায় নেতিবাচক প্রভাব ফেলেছে।
সূত্র: টেলিগ্রাফ, টাইমস অব ইন্ডিয়া