হোম > প্রযুক্তি

আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কেউ লগইন করলে বুঝবেন যেভাবে

অনলাইন ডেস্ক

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিরাপদভাবে ব্যবহার করতে এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে নিয়মিতভাবে লগইন কার্যকলাপ পর্যালোচনা করা প্রয়োজন। নিজের অ্যাকাউন্টে কেবল আপনিই লগইন করছেন কি না, তা এর মাধ্যমে নিশ্চিত করা যায়। আপনার অ্যাকাউন্টে অন্য কেউ লগইন করছে কি না, তা-ও বোঝার পাশাপাশি সেই সব ডিভাইস থেকে লগআউট করার সুযোগও দেয় ইনস্টাগ্রাম। 

আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কোন কোন ডিভাইসে লগইন আছে সেই তথ্য অ্যান্ড্রয়েড, আইওএস স্মার্টফোন বা কম্পিউটার থেকে সহজেই জানা যায়। এটি জানতে সময় লাগে মাত্র কয়েক মিনিট। 

অ্যান্ড্রয়েড ও আইওএস স্মার্টফোন ব্যবহার করে 
১. ইনস্টাগ্রাম অ্যাপ চালু করুন। 
২. ডান পাশের নিচের দিকে থাকা নিজের প্রোফাইল ছবিতে ট্যাপ করুন। 
৩. প্রোফাইল পেজের ডান পাশের ওপরের দিকে থাকা হ্যামবার্গার আইকোন বা তিনটি আনুভূমিক লাইনে ট্যাপ করুন। এর ফলে সেটিংস অ্যান্ড অ্যাক্টিভিটি পেজ চালু হবে। 
৪. এই পেজ থেকে ‘অ্যাকাউন্ট সেন্টার’-এ প্রবেশ করুন। 
৫. এরপর নিচের দিকে স্ক্রল করে ‘পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি’ অপশনে ট্যাপ করুন। 
৬. এখন ‘সিকিউরিটি চেকস’ ট্যাবসের নিচে ‘হোয়্যার ইউ আর লগড ইন’ অপশনে ট্যাপ করুন। 
৭. এই পেজের ‘অ্যাকাউন্টস’ অপশনের নিচে থাকা ‘ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট’ নির্বাচন করলেই পরের পৃষ্ঠায় যেসব ডিভাইসে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগইন করা রয়েছে, সেগুলোর তালিকা দেখা যাবে। কোন ডিভাইস থেকে বর্তমানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লগইন রয়েছে তা-ও দেখা যাবে। আর কোনো কোন ডিভাইস থেকে এর আগে লগ ইন করা হয়েছে তা-ও দেখা যাবে। 
অপরিচিতি ডিভাইসগুলো থেকে লগ আউট করার জন্য ডিভাইসের নামের ওপর ট্যাপ করুন এবং পরের পেজে লগআউট অপশনে ট্যাপ করুন। 

কম্পিউটার ব্যবহার করে 
১. ওয়েব ব্রাউজার থেকে ইনস্টাগ্রামের ওয়েবসাইটে প্রবেশ করুন এবং লগ ইন করুন। 
২. বাঁ পাশের সাইডবার থেকে প্রোফাইল আইকোনে ট্যাপ করুন। 
৩. ইনস্টাগ্রাম প্রোফাইলের ওপরের দিকে থাকা ‘সেটিংস’ বাটনে ট্যাপ করুন। এর ফলে সেটিংস মেনু চালু হবে। 
৪. ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশন নির্বাচন করুন। 
৫. অ্যাকাউন্ট সেন্টারের নিচে কতগুলো মেনুর তালিকা দেখা যাবে। সেখান থেকে ‘পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি’ অপশন নির্বাচন করুন। 
৬. অ্যাকাউন্টস সেন্টারের বাঁ পাশের সাইড বার থেকে আবার ‘পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি’ অপশন নির্বাচন করুন। এর পরের ধাপগুলো স্মার্টফোনের মতোই। 
৭. এখন ‘সিকিউরিটি চেকস’ ট্যাবসের নিচে ‘হোয়্যার ইউআর লগড ইন’ অপশনে ট্যাপ করুন। 
এই পেজের ‘অ্যাকাউন্টস’ অপশনের নিচে থাকা ‘ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট’ নির্বাচন করলেই পরের পৃষ্ঠায় যেসব ডিভাইসে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগইন করা রয়েছে, সেগুলোর তালিকা দেখা যাবে। কোন ডিভাইস থেকে বর্তমানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লগইন রয়েছে তা দেখা যাবে। আর কোন কোন ডিভাইস থেকে এর আগে লগইন করা হয়েছে তা-ও দেখা যাবে। 

অপরিচিতি ডিভাইসগুলো থেকে লগআউট করার জন্য ডিভাইসের নামের ওপর ট্যাপ করুন এবং পরের পেজে লগআউট অপশনে ট্যাপ করুন। 

এভাবেই আপনি বুঝে নিতে পারবেন আপনার প্রোফাইলে অনুপ্রবেশ হয়েছিল কি না। যদি হয়, তাহলে ডিভাইসগুলো সরিয়ে দিয়ে অতি দ্রুত প্রোফাইল পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে। 

তথ্যসূত্র: স্ল্যাশগিয়ার

২০৩০ সালের মধ্যে ৬০ লাখ আইটি পেশাদার তৈরি করবে সরকার

চলতি বছরে শক্তিশালী ব্যাটারি প্রযুক্তি নিয়ে আসবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ফুঁ দিয়ে গরম কফি ঠান্ডা করে দেবে এই বিড়াল রোবট

এক্সের অ্যালগরিদম সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

সরকারি কর্মকর্তাদের তথ্য হাতিয়ে নিতে রুশ হ্যাকারদের নয়া কৌশল

ফেসবুক প্রোফাইলে মিউজিক যুক্ত করবেন যেভাবে

স্যামসাংয়ের মিড রেঞ্জ ট্যাবের চিপসেট সম্পর্কে যা জানা গেল

সার্চ ইঞ্জিনের বাজারে আধিপত্য কমল গুগলের, মাইক্রোসফটের শেয়ার বাড়তি

ইউরোপীয় ইউনিয়নের ফ্যাক্টচেকিং আইন মানবে না গুগল

সেকশন