হোম > প্রযুক্তি

হারানো লাগেজ খুঁজে পেতে সাহায্য করবে অ্যাপলের এই ফিচার

অনলাইন ডেস্ক

আইফোন, ম্যাক ও আইপ্যাডে ‘ফাইন্ড মাই’ অ্যাপের মাধ্যমে একটি ‘শেয়ার আইটেম লোকেশন’ লিংক তৈরি করা যাবে। ছবি: জেডনেট

বিমানবন্দরে হারানো লাগেজ খুঁজে পেতে সাহায্য করবে অ্যাপলের নতুন ফিচার। এটি ব্যবহারকারীদের ‘এয়ারট্যাগ’ বা ‘ফাইন্ড মাই’ এক্সেসরিজের অবস্থান এয়ারলাইনসসহ তৃতীয় পক্ষের সঙ্গে শেয়ার করার সুযোগ দেবে। ফলে হারানো লাগেজ খুঁজে পেতে বিমানবন্দরের কর্তৃপক্ষ আপনাকে আরও ভালোভাবে সাহায্য করতে পারবে।

লাগেজ বা অন্য কোনো বস্তু খুঁজে পেলেই ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। এ ছাড়া ব্যবহারকারীও যে কোনো সময় ফিচারটি বন্ধ করতে পারবেন। এই ফিচারটির মেয়াদ সাত দিন থাকবে।

যদি এমন কিছু হারিয়ে যায় যার মধ্যে এয়ারট্যাগ বা অ্যাপল ডিভাইস আছে তাহলে আইফোন, ম্যাক ও আইপ্যাডে ‘ফাইন্ড মাই’ অ্যাপের মাধ্যমে একটি ‘শেয়ার আইটেম লোকেশন’ লিংক তৈরি করা যাবে। যে কেউ সেই লিংকে ক্লিক করলে, তারা হারানো ডিভাইসটি একটি ম্যাপে দেখতে পাবে। এর পাশাপাশি সর্বশেষ আপডেটের ‘টাইম স্ট্যাম্প’–ও দেখাবে।

আগামী কয়েক মাসে এক ডজনেরও বেশি এয়ারলাইনসের সঙ্গে অংশীদারত্ব করবে অ্যাপল। ফলে শেয়ার আইটেম লোকেশন ফিচারটি হারানো ব্যাগ খুঁজে পেতে কাস্টমার সার্ভিস প্রক্রিয়াতে অন্তর্ভুক্ত করা যায়। এই তালিকায় রয়েছে–এয়ার লিংগাস, এয়ার কানাডা, এয়ার নিউজিল্যান্ড, অস্ট্রিয়ান এয়ারলাইনস, ব্রিটিশ এয়ারওয়েজ, ব্রাসেলস এয়ারলাইনস, ডেল্টা এয়ার লাইনস, ইউরোয়িংস, ইবেরিয়া, কেএলএম রয়্যাল ডাচ এয়ারলাইনস, লুফথানসা, কুয়ান্টাস, সিঙ্গাপুর এয়ারলাইনস, সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইনস, টার্কিশ এয়ারলাইনস, ইউনাইটেড, ভার্জিন আটলান্টিক এবং ভুয়েলিং।

এই অংশীদারত্বের মাধ্যমে যাত্রীরা সহজে তাদের হারানো ব্যাগের অবস্থান ট্র্যাক করতে পারবেন এবং বিমানবন্দরের কাস্টমার সার্ভিস প্রক্রিয়ায় এটি আরও কার্যকরভাবে অন্তর্ভুক্ত হবে।

ভবিষ্যতে অ্যাপল আরও এয়ারলাইনস অন্তর্ভুক্ত করবে।

নিরাপত্তা বিষয়ে অ্যাপল ব্যাখ্যা করেছে, প্রতিটি লিংক অল্প কিছু মানুষ দেখতে পারবে। প্রাপকদের লিংকটি দেখতে হলে ব্যবহারকারীর ‘অ্যাপল আইডি’ বা একটি অংশীদার ইমেইল ঠিকানা দিয়ে প্রমাণ দিতে হবে। এর মানে হল যে কেউ সহজে এই লিংক দেখতে পারবে না।

বিশ্বের শীর্ষস্থানীয় এয়ার ট্রান্সপোর্ট প্রযুক্তি কোম্পানিগুলোর একটি হল—আন্তর্জাতিক অ্যারোনটিক্যাল টেলিকমিউনিকেশন কোম্পানি (এসআইটিএ)। কোম্পানিটি ‘শেয়ার আইটেম লোকেশন’ ফিচারটি ফিচারটি ‘ওয়ার্ল্ড ট্রেসার’–এ অন্তর্ভুক্ত করবে। ওয়ার্ল্ড ট্রেসার হল প্রধান ব্যাগেজ ট্র্যাকিং সিস্টেম, যা বিশ্বব্যাপী ২ হাজার ৮০০ বিমানবন্দর এবং ৫০০–এর বেশি এয়ারলাইনস ব্যবহার করে।

তথ্যসূত্র: জেডনেট

২০৩০ সালের মধ্যে ৬০ লাখ আইটি পেশাদার তৈরি করবে সরকার

চলতি বছরে শক্তিশালী ব্যাটারি প্রযুক্তি নিয়ে আসবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ফুঁ দিয়ে গরম কফি ঠান্ডা করে দেবে এই বিড়াল রোবট

এক্সের অ্যালগরিদম সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

সরকারি কর্মকর্তাদের তথ্য হাতিয়ে নিতে রুশ হ্যাকারদের নয়া কৌশল

ফেসবুক প্রোফাইলে মিউজিক যুক্ত করবেন যেভাবে

স্যামসাংয়ের মিড রেঞ্জ ট্যাবের চিপসেট সম্পর্কে যা জানা গেল

সার্চ ইঞ্জিনের বাজারে আধিপত্য কমল গুগলের, মাইক্রোসফটের শেয়ার বাড়তি

ইউরোপীয় ইউনিয়নের ফ্যাক্টচেকিং আইন মানবে না গুগল

সেকশন