ফেসবুকের মতো অ্যাপ চালানো থেকে শুরু করে বাসায় দরকারি কিংবা অফিসের অতি জরুরি কাজ—এই সবকিছুর বড় অংশ এখন চলে ইন্টারনেটের মাধ্যমে। আর ইন্টারনেট-সংযোগের জন্য প্রয়োজন রাউটার। সাধারণত ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা কোন ধরনের রাউটার কিনবেন, সে বিষয়ে তথ্য দিয়ে থাকে। সেভাবেই আমরা বাসাবাড়ি বা অফিসের জন্য রাউটার কিনে থাকি। তবে নিজে যা ব্যবহার করবেন সে বিষয়ে স্পষ্ট ধারণা থাকলে কোনো কিছু কিনে আপনাকে ঠকতে হবে না। তাই রাউটার বিষয়ে সাধারণ তথ্যগুলো জানা থাকা ভালো।
- রাউটারটি বাসায় ব্যবহৃত আইপিএসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, জেনে নিন।
- জেনে নিতে হবে রাউটারের ইন্টারনেট স্পিড সম্পর্কে।
- রাউটারে মাল্টি-কোর প্রসেসর এবং কমপক্ষে ১২৮ এমবি র্যাম আছে কি না, জেনে নিন।
- সিঙ্গেল ব্যান্ড রাউটার না কিনে ডুয়েল বা তার বেশি ব্যান্ডের রাউটার কিনুন।
- রাউটারটির স্মার্টফোন অ্যাপ থাকার বিষয়টি নিশ্চিত হতে হবে।
- রাউটারের ইউএসবি পোর্ট, বিশেষ করে ইউএসবি ৩.০ বিষয়ে নিশ্চিত হতে হবে।
- স্মার্ট হোম ইন্টিগ্রেশনের জন্য রাউটারটি উপযুক্ত কি না, তা দেখে কিনুন।
- মেশ ওয়াই-ফাই সাপোর্ট করে এমন রাউটার কিনুন।
- রাউটারে ভিপিএন, অ্যান্টিভাইরাস, ফায়ারওয়ালসহ অন্যান্য অ্যাডভান্সড ফিচার আছে কি না, দেখে নিন।
- যে রাউটার কিনতে চাইছেন, সেটির স্পিড অনলাইনে যাচাই করে নিন।