হোম > প্রযুক্তি

পৃথিবীর বলয়ে অতিথি চাঁদ

অনলাইন ডেস্ক

পৃথিবীর আকাশে দেখা যাবে নতুন চাঁদ। ২৯ সেপ্টেম্বর অতিথি হিসেবে মাধ্যাকর্ষণ বলয়ে আটকা পড়বে ছোট এক গ্রহাণু; যার মেয়াদ ২৫ নভেম্বর পর্যন্ত। ‘২০২৪ পিটি৫’ নামের এই গ্রহাণুকে বিজ্ঞানীরা আখ্যা দিচ্ছেন ‘মিনি মুন’ হিসেবে। তবে সাধারণ মানুষের জন্য খানিকটা মন খারাপের বিষয় হচ্ছে, খালি চোখে দেখা যাবে না এই মিনি মুন। ৩৭ ফুট ব্যাসের এই গ্রহাণু দেখতে প্রয়োজন হবে ৩০ ইঞ্চি ব্যাসের টেলিস্কোপ। 

সূর্যকে প্রদক্ষিণ করার সময় মূলত গ্রহাণুটি পৃথিবীর কাছে চলে আসবে। যে কারণে একে দেখা যাবে দ্বিতীয় চাঁদ হিসেবে। আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির একটি গবেষণায় গ্রহাণুটির বিষয়ে বিভিন্ন তথ্য উঠে এসেছে। সেখান থেকে জানা গেছে, পৃথিবী প্রদক্ষিণ শেষে গ্রহাণুটি সূর্যকেন্দ্রিক একটি কক্ষপথে ফিরে যাবে। বিজ্ঞানীরা গত ৭ আগস্ট নাসার অর্থায়নে দক্ষিণ আফ্রিকাভিত্তিক অ্যাস্টেরয়েড টেরেস্ট্রিয়াল-ইমপ্যাক্ট লাস্ট অ্যালার্ট সিস্টেম (অ্যাটলাস) ব্যবহার করে গ্রহাণুটি প্রথম দেখতে পান। 

পৃথিবীর বলয়ে এই দ্বিতীয় চাঁদের ঘটনা নতুন কিছু নয়। এর আগেও দুবার এমন ঘটনার সাক্ষী পাওয়া যায়। ‘২০০৬ আরএইচ১২০’ নামের ২০ ফুট প্রস্থের একটি গ্রহাণু ২০০৬ ও ২০০৭ সালে ৯ মাস ধরে পৃথিবীকে প্রদক্ষিণ করেছিল। এ ছাড়া ২০২০ সালের ফেব্রুয়ারিতে ‘২০২০ সিডি ৩’ নামের একটি গ্রহাণুরও দেখা পাওয়া গিয়েছিল।

২০৩০ সালের মধ্যে ৬০ লাখ আইটি পেশাদার তৈরি করবে সরকার

চলতি বছরে শক্তিশালী ব্যাটারি প্রযুক্তি নিয়ে আসবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ফুঁ দিয়ে গরম কফি ঠান্ডা করে দেবে এই বিড়াল রোবট

এক্সের অ্যালগরিদম সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

সরকারি কর্মকর্তাদের তথ্য হাতিয়ে নিতে রুশ হ্যাকারদের নয়া কৌশল

ফেসবুক প্রোফাইলে মিউজিক যুক্ত করবেন যেভাবে

স্যামসাংয়ের মিড রেঞ্জ ট্যাবের চিপসেট সম্পর্কে যা জানা গেল

সার্চ ইঞ্জিনের বাজারে আধিপত্য কমল গুগলের, মাইক্রোসফটের শেয়ার বাড়তি

ইউরোপীয় ইউনিয়নের ফ্যাক্টচেকিং আইন মানবে না গুগল

সেকশন