অনলাইন ডেস্ক
হোয়াটসঅ্যাপের চ্যাটকে আরও আকর্ষণীয় করতে কাস্টম স্টিকার তৈরি করে পাঠান অনেকেই। এই ধরনের স্টিকার খুব সহজেই তৈরি করা যায়। এই ফিচারটি মাধ্যমের ব্যক্তির চেহারা বা বস্তুকে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করে কাস্টম স্টিকার তৈরি করে দেয় প্ল্যাটফর্মটি। কাস্টম স্টিকার অপশন তৈরি করার জন্য নিজের ছবি বা পছন্দমতো অন্য কোনো ছবি ব্যবহার করা যায়।
অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ডিভাইসে কাস্টম স্টিকার তৈরি করা যাবে। হোয়াটসঅ্যাপের মধ্যেই এই ফিচার রয়েছে। এ জন্য কোনো থার্ড পার্টি অ্যাপের প্রয়োজন নেই।
স্মার্টফোনে কাস্টম স্টিকার তৈরি করবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপ চালু করুন।
২. নতুন চ্যাট তৈরি করুন বা যে চ্যাটে এই স্টিকার পাঠাতে চান তা চালু করুন।
৩. টেক্সট বক্সের পাশে ‘ইমোজি’ বাটনে ট্যাপ করুন।
৪. এরপর ডানপাশের স্টিকার পেপারের মতো আইকোনে ট্যাপ করুন।
৫. এখন ‘ক্রিয়েট’ বাটনে ট্যাপ করুন।
৬. এরপর নিজের গ্যালারি ওপেন করুন এবং তা থেকে পছন্দ মতো ছবি নির্বাচন করুন।
৭. এর পর কিছুক্ষণ অপেক্ষা করুন। হোয়াটসঅ্যাপ ব্যাকগ্রাউন্ড মুছে দিয়ে কাস্টম ছবি তৈরি করবে।
৮. এরপর নিচের দিকে থাকা সবুজ ‘সেন্ড’ বাটনে ট্যাপ করুন।
ব্যবহারকারীদের আকৃষ্ট করতে গুরুত্বপূর্ণ সব ফিচার যুক্ত করছে হোয়াটসঅ্যাপ। গত মাসে ফোন নম্বর ব্যবস্থাপনার জন্য ‘ম্যানেজ কন্টাক্ট’ ফিচার নিয়ে এসেছে ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। অ্যাপের মধ্যেই কন্টাক্ট বা ফোন নম্বর সংরক্ষণ করতে দেবে এই ফিচার। ফলে ফোন হারিয়ে গেলেও ফলে প্রয়োজনীয় কন্টাক্ট হারিয়ে যাবে না।
ভবিষ্যতে ইউজারনেম সিস্টেম চালু করবে হোয়াটসঅ্যাপ। ফিচারটি এই সিস্টেমের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যা ব্যবহারকারীদের ফোন নম্বর শেয়ার না করেই সংযোগ স্থাপন করতে সাহায্য করবে। এ ছাড়া এই ফিচার ব্যবহারকারীর গোপনীয়তা বাড়ানোর লক্ষ্যে তৈরি করা হয়েছে।