হোম > প্রযুক্তি

গুগলের ২৫ শতাংশের বেশি কোড এআই দিয়ে তৈরি, জানালেন পিচাই

অনলাইন ডেস্ক

কোম্পানির অভ্যন্তরে ব্যবহারের জন্য ‘গুজ’ নামের একটি এআই মডেল তৈরি করেছে গুগল। ছবি: গুগল

গুগলের নতুন কোডগুলোর প্রায় ২৫ শতাংশেরও বেশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি হচ্ছে। গত মঙ্গলবার কোম্পানিটির ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশের সময় এসব তথ্য জানায় সিইও সুন্দর পিচাই।

তিনি আরও বলেন, গুগলের উৎপাদনশীলতা ও কার্যকারিতা বাড়াতে এআই ব্যবহার করছে কোম্পানিটি। এআই দিয়ে কোড তৈরি করার পর কোম্পানির কর্মীরা এগুলো পুনরায় চেক ও পর্যালোচনা করে।

নতুন কোড তৈরি সম্পর্কে সুন্দর পিচাই আরও বলেন, এই পদ্ধতি আমাদের ইঞ্জিনিয়ারদের আরও দ্রুত কাজ করতে সাহায্য করে। আমাদের অগ্রগতি এবং সামনে থাকা সুযোগগুলো নিয়ে আমি আশাবাদী। আরও দুর্দান্ত পণ্য তৈরি করার প্রতি বিশেষ মনোযোগ দিচ্ছি।

গত ফেব্রুয়ারিতে বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে বলা হয়, কোম্পানির অভ্যন্তরে ব্যবহারের জন্য ‘গুজ’ নামের একটি এআই মডেল তৈরি করেছে গুগল। এটি কর্মীদের কোড ও পণ্য তৈরি সাহায্য করবে।

কোম্পানিটির অভ্যন্তরীণ নথিতে বলা হয়, গুগলের ২৫ বছরের ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতার আলোকে গুজকে প্রশিক্ষণ দেওয়া হয়।

পিচাইয়ের নতুন ঘোষণা শুনে নিজেদের চাকরি হারানো আশঙ্কা করছেন কর্মীরা। আবার অন্যদিকে কিছু কর্মী বলেন, এআই ইতিমধ্যেই তাদের কাজ বদলে দিয়েছে। কোম্পানির নেতৃত্বে থাকা ব্যক্তিরা বলেন, এখনই এআই গুগল কর্মীদের চাকরি কেড়ে নিবে না। তবে এআই এর ব্যবহারের উৎপাদনশীলতা ২৫ শতাংশ বেড়ে যাওয়া সত্যিই চোখে পড়ার মতো। এটি কোম্পানির কাজের প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন নিয়ে আসছে।

এ ছাড়া নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক টুল তৈরি করছে গুগল। এটি ওয়েব ব্রাউজার নিয়ন্ত্রণ করে গবেষণা, তথ্য সংগ্রহ, কেনাকাটা, ফ্লাইট বুকিংয়ের মতো কাজ ব্যবহারকারীদের স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে সাহায্য করবে। নতুন প্রযুক্তিটি ‘জারভিস’ নামের প্রকল্পের আওতায় ডেভেলপ করছে গুগল। এটি আগামী ডিসেম্বর মাসে উন্মোচন করা হতে পারে। গুগলের ভবিষ্যৎ জেমিনি প্রযুক্তির মাধ্যমে জারভিস পরিচালিত হবে এবং এটি বিশেষভাবে ক্রোম ব্রাউজারের জন্য ডিজাইন করা হয়েছে।

তথ্যসূত্র: বিজনেস ইনসাইডার

২০৩০ সালের মধ্যে ৬০ লাখ আইটি পেশাদার তৈরি করবে সরকার

চলতি বছরে শক্তিশালী ব্যাটারি প্রযুক্তি নিয়ে আসবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ফুঁ দিয়ে গরম কফি ঠান্ডা করে দেবে এই বিড়াল রোবট

এক্সের অ্যালগরিদম সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

সরকারি কর্মকর্তাদের তথ্য হাতিয়ে নিতে রুশ হ্যাকারদের নয়া কৌশল

ফেসবুক প্রোফাইলে মিউজিক যুক্ত করবেন যেভাবে

স্যামসাংয়ের মিড রেঞ্জ ট্যাবের চিপসেট সম্পর্কে যা জানা গেল

সার্চ ইঞ্জিনের বাজারে আধিপত্য কমল গুগলের, মাইক্রোসফটের শেয়ার বাড়তি

ইউরোপীয় ইউনিয়নের ফ্যাক্টচেকিং আইন মানবে না গুগল

সেকশন