হোম > প্রযুক্তি

ট্যাবলেট কেনার আগে

নওরোজ চৌধুরী

প্রযুক্তির নানা রকম পণ্য আমাদের কমবেশি ব্যবহার করতেই হয়। এর মধ্যে সহজে বহনযোগ্য এবং ছোট হলে যেসব পণ্য আমাদের পছন্দের তালিকায় ঠাঁই করে নেয়, সে রকমই একটি ট্যাবলেট কম্পিউটার।

অনেকেই বাইরে চলাচলের সময় অফিসের কাজ বা অন্যান্য প্রয়োজনে ট্যাবলেট ব্যবহার করেন। নতুন যাঁরা ট্যাবলেট কিনবেন বা কিনতে চান, তাঁদের বেশ কিছু বিষয় বিবেচনায় রেখে ট্যাবলেট পছন্দ করা বা কেনা উচিত। না হলে প্রায়ই বিভিন্ন ঝামেলায় পড়তে হয়। এমন পরিস্থিতিতে যেন না পড়তে হয়, সে বিষয়ে নতুন ট্যাবলেট ক্রেতা ও ব্যবহারকারীদের জন্য পরামর্শ দিয়েছেন কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্র মিডিয়া ভিশনের সিইও তারিক আল আজিজ। তিনি জানান, সারা বিশ্বে ডেস্কটপ, ল্যাপটপের চেয়ে বাড়তি সুবিধা আর স্মার্টফোনের চেয়ে ভালো পারফরম্যান্স ট্যাবলেট ব্যবহারে তরুণদের আগ্রহী করে তুলছে। তাই বিশেষজ্ঞদের পরামর্শ হচ্ছে, কাজের ধরন ও প্রয়োজনীয়তার বিষয় বিবেচনায় রেখে ট্যাব কেনা উচিত।

যা করতে হবে

  • ট্যাব কেনার আগে এর অপারেটিং সিস্টেম, হার্ডওয়্যার-সম্পর্কিত তথ্য ও সহজে ব্যবহার করার সুবিধার বিষয়টি খেয়াল রাখতে হবে।
  • প্রসেসর সম্পর্কে জানাটাও জরুরি। দ্রুতগতির প্রসেসরযুক্ত ট্যাব কেনা সুবিধাজনক। এতে পছন্দের অ্যাপ্লিকেশনগুলো স্বচ্ছন্দে চালানো যাবে। প্রসেসরের পাশাপাশি বেশি ক্ষমতার র‍্যাম আছে কি না, তা খেয়াল রাখতে হবে।
  • জেনে নিতে হবে তথ্য ধারণের জন্য ট্যাবে কতটা জায়গা রয়েছে বা অতিরিক্ত কতটা মেমোরি সমর্থন করবে।
  • ক্যামেরা, সেন্সর, ব্লু-টুথ, ইউএসবি, জিপিইউ সম্পর্কে জেনে নিতে হবে।
  • কেনার সময় সার্ভিস ও ওয়ারেন্টির বিষয়টিও নিশ্চিত হয়ে নিতে হবে। 

২০৩০ সালের মধ্যে ৬০ লাখ আইটি পেশাদার তৈরি করবে সরকার

চলতি বছরে শক্তিশালী ব্যাটারি প্রযুক্তি নিয়ে আসবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ফুঁ দিয়ে গরম কফি ঠান্ডা করে দেবে এই বিড়াল রোবট

এক্সের অ্যালগরিদম সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

সরকারি কর্মকর্তাদের তথ্য হাতিয়ে নিতে রুশ হ্যাকারদের নয়া কৌশল

ফেসবুক প্রোফাইলে মিউজিক যুক্ত করবেন যেভাবে

স্যামসাংয়ের মিড রেঞ্জ ট্যাবের চিপসেট সম্পর্কে যা জানা গেল

সার্চ ইঞ্জিনের বাজারে আধিপত্য কমল গুগলের, মাইক্রোসফটের শেয়ার বাড়তি

ইউরোপীয় ইউনিয়নের ফ্যাক্টচেকিং আইন মানবে না গুগল

সেকশন