নওরোজ চৌধুরী
প্রযুক্তির নানা রকম পণ্য আমাদের কমবেশি ব্যবহার করতেই হয়। এর মধ্যে সহজে বহনযোগ্য এবং ছোট হলে যেসব পণ্য আমাদের পছন্দের তালিকায় ঠাঁই করে নেয়, সে রকমই একটি ট্যাবলেট কম্পিউটার।
অনেকেই বাইরে চলাচলের সময় অফিসের কাজ বা অন্যান্য প্রয়োজনে ট্যাবলেট ব্যবহার করেন। নতুন যাঁরা ট্যাবলেট কিনবেন বা কিনতে চান, তাঁদের বেশ কিছু বিষয় বিবেচনায় রেখে ট্যাবলেট পছন্দ করা বা কেনা উচিত। না হলে প্রায়ই বিভিন্ন ঝামেলায় পড়তে হয়। এমন পরিস্থিতিতে যেন না পড়তে হয়, সে বিষয়ে নতুন ট্যাবলেট ক্রেতা ও ব্যবহারকারীদের জন্য পরামর্শ দিয়েছেন কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্র মিডিয়া ভিশনের সিইও তারিক আল আজিজ। তিনি জানান, সারা বিশ্বে ডেস্কটপ, ল্যাপটপের চেয়ে বাড়তি সুবিধা আর স্মার্টফোনের চেয়ে ভালো পারফরম্যান্স ট্যাবলেট ব্যবহারে তরুণদের আগ্রহী করে তুলছে। তাই বিশেষজ্ঞদের পরামর্শ হচ্ছে, কাজের ধরন ও প্রয়োজনীয়তার বিষয় বিবেচনায় রেখে ট্যাব কেনা উচিত।
যা করতে হবে