হোম > প্রযুক্তি

রেকর্ড ২৩ বিলিয়ন ডলারে স্টার্টআপ উইজকে কিনছে গুগল 

অনলাইন ডেস্ক

সাইবার নিরাপত্তা বিষয়ক স্টার্টআপ ‘উইজ’ কোম্পানিকে কিনে নিতে পারে সার্চ জায়ান্ট গুগল। প্রায় ২৩ বিলিয়ন বা ২ হাজার ৩০০ কোটি মার্কিন ডলারের বিনিময়ে স্টার্টআপটিকে অধিগ্রহণ করতে পারে কোম্পানিটি। চুক্তিটি নিয়ে আলোচনা হচ্ছে দুই কোম্পানির মধ্যে। এই চুক্তি কার্যকর হলে গুগলের ইতিহাসে এটাই হবে সবচেয়ে বড় অঙ্কের অধিগ্রহণ। সিএনএনের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

ক্লাউড কম্পিউটিংয়ের জন্য সাইবার নিরাপত্তা সফটওয়্যার তৈরি করে উইজ। অধিগ্রহণের পর গুগলের সাইবার নিরাপত্তার বিষয়টির দেখাশোনা করবে কোম্পানিটি।

গত বছর ভেঞ্চার ক্যাপিটাল বিনিয়োগকারীদের কাছ থেকে ১০০ কোটি ডলার বিনিয়োগ পায় উইজ। এরপর থেকেই স্টার্টআপটির সঙ্গে অধিগ্রহণের চুক্তি নিয়ে আলোচনা করছে গুগল। তবে অধিগ্রহণের সবগুলো শর্ত এখনো চূড়ান্ত হয়নি ও এই আলোচনা শর্তের বিষয়ে ঐকমত্যে পৌঁছালে শিগগিরই অধিগ্রহণ সম্পন্ন হবে।

এ বিষয়ে গুগল বা উইজের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

বর্তমানে অধিগ্রহণের বিভিন্ন শর্ত নিয়ে উইজের সঙ্গে চূড়ান্ত আলোচনা করছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট। এসব শর্তের বিষয়ে ঐকমত্যে পৌঁছালে শিগগিরই অধিগ্রহণ সম্পন্ন হবে।

প্রায় এক দশক আগে ১ হাজার ২৫০ কোটি ডলারে মটোরোলা কোম্পানিকে কিনে নেয় গুগল। তবে উইজের অধিগ্রহণ মটোরোলার অধিগ্রহণের হিসাবকে সহজেই ছাড়িয়ে যাবে। তবে ব্যাপক পরিমাণে ক্ষতির জন্য মাত্র দুই বছর পর মটোরোলার সঙ্গে চুক্তি বাতিল করে গুগল।

উইজ কোম্পানির বর্তমান বাজারমূল্য ১২ বিলিয়ন বা ১ হাজার ২০০ কোটি ডলার। আর গুগলের এই বিনিয়োগ স্টার্টআপটির মূল মূল্যেরও দ্বিগুণ হবে।

সাইবার নিরাপত্তা ও ক্লাউড কম্পিউটিং ব্যবসার নিরাপত্তা আরও শক্তিশালী করতে ২০২২ সালের মার্চ মাসে ৫৪০ কোটি ডলারে ‘ম্যানডিয়ান্ট’ অধিগ্রহণ করেছিল গুগলে মূল কোম্পানি অ্যালফাবেট।

নিজের সার্চ ইঞ্জিন ছাড়াও ক্লাউড কম্পিউটিং ব্যবসাকে আরও শক্তিশালী করার জন্য নিরাপত্তার ওপর জোর দিচ্ছে গুগল। সম্প্রতি গুগলের ক্লাউড সেবার বিক্রি বেড়ে গেলেও মাইক্রোসফট ও আমাজনের মতো কোম্পানি থেকে পিছিয়ে আছে এই টেক জায়ান্ট।

নিরাপত্তা বিষয়ক কোম্পানি ওয়েডবুশ গত সোমবার ব্যবস্থাপনা পরিচালক ও সিনিয়র ইক্যুইটি গবেষণা বিশ্লেষক ড্যান আইভস বলেন, গুগল ক্লাউডের সাইবার নিরাপত্তার ওপর বেশ জোর দিচ্ছে।

সম্প্রতি বছরগুলোতে ক্লাউডের সেবার নিরাপত্তা অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ বড় প্রযুক্তি কোম্পানিগুলো তাদের ডেটা ক্লাউডে রাখছে। ফলে ক্লাউড প্রযুক্তিতে টেক জায়ান্টদের বিনিয়োগ যেমন বাড়ছে, তেমনি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ক্লাউড সার্ভিসের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টিও। তাই উইজের মতো স্টার্টআপের প্রয়োজনীয়তাও বৃদ্ধি পাচ্ছে।

 ২০২২ সালে ইতিহাসের দ্রুততম বর্ধনশীল সফটওয়্যার কোম্পানিতে পরিণত হয় উইজ। প্রতিষ্ঠার ১৮ মাসেরও কম সময়ের মধ্যে বার্ষিক দশ কোটি ডলার আয় করে কোম্পানিটি।

গুগলের অধিগ্রহণের চুক্তি চূড়ান্ত হলে এটি উইজ ও এর প্রতিষ্ঠাতাদের জন্য বড় বিষয় হয়ে দাঁড়াবে।

২০২০ সালের মার্চ মাসে করোনা মহামারি সময়ে উইজের যাত্রা শুরু হয়। এর চারজন প্রতিষ্ঠাতা হলেন—আসাফ র‍্যাপাপোর্ট, অমি লুটওয়াক, ইয়ানন কস্টিকা ও রয় রেজনিক। কোম্পানিটি বলছে, উইজের ৪০ শতাংশ লাভ ১০০টি কোম্পানির গ্রাহক থেকে আসে।

উল্লেখযোগ্য গ্রাহকদের মধ্যে রয়েছে বিএমডাব্লু, স্ল্যাক ও সেলসফোর্স। সেই সঙ্গে অ্যামাজন, মাইক্রোসফট ও গুগলের মতো ক্লাউড কোম্পানির সঙ্গেও কাজ করছে।

২০৩০ সালের মধ্যে ৬০ লাখ আইটি পেশাদার তৈরি করবে সরকার

চলতি বছরে শক্তিশালী ব্যাটারি প্রযুক্তি নিয়ে আসবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ফুঁ দিয়ে গরম কফি ঠান্ডা করে দেবে এই বিড়াল রোবট

এক্সের অ্যালগরিদম সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

সরকারি কর্মকর্তাদের তথ্য হাতিয়ে নিতে রুশ হ্যাকারদের নয়া কৌশল

ফেসবুক প্রোফাইলে মিউজিক যুক্ত করবেন যেভাবে

স্যামসাংয়ের মিড রেঞ্জ ট্যাবের চিপসেট সম্পর্কে যা জানা গেল

সার্চ ইঞ্জিনের বাজারে আধিপত্য কমল গুগলের, মাইক্রোসফটের শেয়ার বাড়তি

ইউরোপীয় ইউনিয়নের ফ্যাক্টচেকিং আইন মানবে না গুগল

সেকশন