হোম > প্রযুক্তি

অবশেষে বাজারে এল টেসলার প্রথম সাইবারট্রাক

অনলাইন ডেস্ক

অবশেষে বাজারে এসেছে বিশ্বের প্রথম সাইবারট্রাক। বেশ কয়েক বছর দেরি হওয়ার পর অবশেষে আলোর মুখ দেখল ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার এই উদ্যোগ। শনিবার টেসলার নিজস্ব টুইটার অ্যাকাউন্ট থেকে বিষয়টি জানানো হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

টেক্সাসের অস্টিনে অবস্থিত টেসলার প্ল্যান্টে বৈদ্যুতিক এই ট্রাকটি নির্মাণ করা হয়। সাইবারট্রাক হলো এমন এক ধরনের বৈদ্যুতিক গাড়ি যা ট্রাকের মতো কিছু সুবিধা দিলেও এর গতি এবং অন্যান্য সুবিধা থাকে স্পোর্টস কারের মতো।

টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক ২০১৯ সালে প্রথমবারের মতো সাইবারট্রাক নামে বৈদ্যুতিক পিকআপ ট্রাকের ঘোষণা দেন। সে সময় তিনটি মডেলের কথা জানিয়েছিলেন তিনি। কয়েকটি ট্রাক বাজারেও নামানো হয়েছিল। কিন্তু গাড়িটির নকশাকারকেরা আর্মার গ্লাসে তৈরি গাড়িটির জানালার কাচকে ‘অভঙ্গুর’ বললেও তাতে ফাটল দেখা গিয়েছিল। পরে সে যাত্রায় সাইবার ট্রাক উৎপাদনের সময়সীমা আরও পিছিয়ে দেওয়া হয়।

এরপর বেশ কয়েক দফায় উৎপাদন পিছিয়ে দেওয়া হয়। কারণ হিসেবে ইলন মাস্ক জানান, বেশ কিছু উপকরণের দুষ্প্রাপ্যতার কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। অবশেষে চলতি বছরের মে মাসে শেয়ারহোল্ডারদের সঙ্গে এক বৈঠকে মাস্ক জানান, চলতি বছরই সাইবারট্রাক বাজারে আসবে এবং গ্রাহক চাহিদার ভিত্তিতে বছরে আড়াই লাখ সাইবার ট্রাক উৎপাদন করা সম্ভব হবে।

সাইবারট্রাক বাজারে আনায় টেসলাকে যুক্তরাষ্ট্রের বাজারের সবচেয়ে বেশি লাভজনক ইলেকট্রনিক ভেহিকল বিক্রেতা হিসেবে শক্ত আসন গড়ার সুযোগ দেবে। বিশেষ করে ফোর্ড মটরস, রিভিয়ান অটোমেটিভসের মতো প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভালোভাবে টিকে থাকার ক্ষেত্রে আলাদা সুবিধা দেবে।

২০৩০ সালের মধ্যে ৬০ লাখ আইটি পেশাদার তৈরি করবে সরকার

চলতি বছরে শক্তিশালী ব্যাটারি প্রযুক্তি নিয়ে আসবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ফুঁ দিয়ে গরম কফি ঠান্ডা করে দেবে এই বিড়াল রোবট

এক্সের অ্যালগরিদম সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

সরকারি কর্মকর্তাদের তথ্য হাতিয়ে নিতে রুশ হ্যাকারদের নয়া কৌশল

ফেসবুক প্রোফাইলে মিউজিক যুক্ত করবেন যেভাবে

স্যামসাংয়ের মিড রেঞ্জ ট্যাবের চিপসেট সম্পর্কে যা জানা গেল

সার্চ ইঞ্জিনের বাজারে আধিপত্য কমল গুগলের, মাইক্রোসফটের শেয়ার বাড়তি

ইউরোপীয় ইউনিয়নের ফ্যাক্টচেকিং আইন মানবে না গুগল

সেকশন