প্রযুক্তি ডেস্ক
প্রিয় ইয়ারবাডটি হারিয়ে গেলে মন খারাপ হবে, এটাই স্বাভাবিক। সেটি খুঁজে পাওয়া গেলে তো কথাই নেই। কিন্তু খুঁজে পাবেন কীভাবে? খুব সহজ বিষয়। এটি অ্যালার্ট সেট এবং ট্র্যাক করা যায়। গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইয়ারবাড হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল ফোনে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। অ্যাপল, স্যামসাংসহ একাধিক প্রতিষ্ঠান এখন তাদের তৈরি ইয়ারবাডে এই সুবিধা দিচ্ছে।
স্যামসাং গ্যালাক্সি ইয়ারবাড ট্র্যাক করার উপায়
স্যামসাং তাদের নতুন ইয়ারবাডগুলোয় খুঁজে পাওয়ার সুবিধা রেখেছে। গ্যালাক্সি ওয়্যারেবল অ্যাপ এবং স্মার্টথিংকস অ্যাপের মাধ্যমে সহজে ট্র্যাক করা যায়। সে জন্য অবশ্যই অ্যাপটি ফোনে ইনস্টল করতে হবে। ইয়ারবাড যদি ফোনের সঙ্গে সংযুক্ত থাকে এবং ব্যাটারিতে পূর্ণ চার্জ থাকে, তাহলে গ্যালাক্সি ওয়্যারেবল অ্যাপের মাধ্যমে সহজে লোকেশন ট্র্যাক করা সম্ভব। তারপর ফাইন্ড মাই ইয়ারবাড অপশনে ক্লিক করলে স্মার্টথিংকস অ্যাপ ইয়ারবাডের শেষ লোকেশন জানাবে এবং রিং অপশনে ক্লিক করলে ইয়ারবাড থেকে একটি বিপ শব্দ বেরিয়ে আসবে। এ শব্দ সেটিকে খুঁজে পেতে সাহায্য করবে।
অ্যালার্ট সেট
এই সমস্যার মধ্যে যাতে পড়তে না হয়, সে জন্য স্মার্টথিংকস অ্যাপে গিয়ে অ্যালার্ট সেট করেও রাখা যায়। ইয়ারবাড যদি হারিয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আসবে মোবাইলে। এটি ছাড়া স্যামসাংয়ের স্মার্টওয়াচ দিয়ে ঠিক একইভাবে ট্র্যাক করা সম্ভব। স্যামসাং গ্যালাক্সি ইয়ারবাড নিয়ে বেরোনোর আগে অবশ্যই স্মার্টথিংকস অ্যাপে গিয়ে ডিভাইস ও মডেল নম্বর দিয়ে ফাইন্ড মাই ডিভাইস সিলেক্ট করে রাখুন। তাতে হারিয়ে ফেললেও সেটি মোবাইল ফোনে নোটিফিকেশন পাঠিয়ে জানিয়ে দেবে।
সূত্র: স্যামসাং